সানন্দে এসো
সাইফুল ইসলাম সাঈফ
প্রতিদিন দেখি মেয়েদের অঙ্গভঙ্গি
সেখানে খুঁজি ভালবাসার ভবিষ্যৎ।
সম্পূর্ণরূপে চাই পরিপূর্ণ একটি মেয়ে
আশা প্রতিমুহূর্ত হবে ভাল।
বাস করে সে, আমার সাথে
যেমন ছায়ার মত, সে সুন্দর।
এখন তারুণ্যের সময়, প্রয়োজন সঙ্গী
আনাড়ির মত খুঁজি, সৌন্দর্য ফুলের।
কিন্তু আমি সাহসী নই
সামর্থ, অর্জনও নেই।
সহযোগিতার জন্য, সানন্দে এসো
হাস্য, পারি না কৌশলে এড়াতে।
সতত চিন্ত অবাস্তব, দেখি মনের চোখে
যত্রতত্র একা শুধু অনুভুতি, আনন্দ।
প্রতি রাতে প্রবেশ স্বপ্নের রাজ্যে
সুবাসিত হচ্ছে বাতাস, ফুলের কাননে।
সবসময় মনোদুঃখ কারণ দুর্ভাগ্য
সুতরাং আনন্দিত কর, যথার্থ।
আনো সুখকর, সুন্দর পুষ্প তোড়া
জানি না মিলবে কার সাড়া।
উত্তরা, ঢাকা।
০৩.১০.২০১২
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৯