একখন্ড আকাশ
সাইফুল ইসলাম সাঈফ
আমার রাত-দিনের আকাশ অন্ধকার
আলোকিত হওয়ার জন্য তোমায় দরকার!
মাঝে মাঝে রোদ দেখা দেয়
ঘন কালো মেঘে আলো হারায়!
আমার বিশাল আকাশে উড়ে না
কোনো পাখি! একটুও ভালবাসে না!
বৃষ্টি আসার সম্ভাবনা থাকে, হয়না
খুশি হতেই বেড়ে যায় যাতনা!
জমে গাঢ় প্রেম প্রেয়সীর জন্য
সুখি হওয়া অসম্ভব কোনোভাবে সেজন্য!
রমণী চিত্তে অনুরাগ তোমার জন্য
তুমি না এলে হবো বন্য!
অপেক্ষা নিশ্চয়ই করেছ কোনো একদিন
বুঝেছ সে সময় কত কঠিন!
মাটি ফেটে গেছে জলের জন্য
তাই হয়ে উঠেছি নিজে অনন্য!
তুমি এলেই হবো একদমই আনন্দিত
একলা আর্তনাদ করি অনবরত কত!
এখনো পূরণ হয়নি হৃদয় শূন্যস্থান
নক করেছি বহু করে প্রস্থান!
উত্তরা, ঢাকা।
০৯.০১.২০২৪
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৫