শালীন-অশালীন
সাইফুল ইসলাম সাঈফ
শালীন সাজগোছ দৃষ্টি শীতল করে প্রায় প্রতিটা মানুষের। মনে মনে সুচিন্তার জাগে, সুন্দর কথা এমনিতে আওড়ায়। যুবক বলছি শালীনতা আজও আমার কোনো ক্ষতি করতে পারেনি! বরঞ্চ মায়া, মমতা, ভালবাসা জাগ্রত হয়। অশালীন সাজসজ্জায় দেখলে প্রায় প্রতিটা পুরুষের মনে কামনার ইচ্ছে হয়! যা করে উভয়কে ক্ষতিগ্রস্ত!
স্যাতস্যাতে হয়ে পড়েছে দেশ, সমাজ। কারণ অশালীনতায় ভরে গেছে। একজনের সৌন্দর্য যতজন দেখে ততজনই প্রলুব্ধ হয় বা হই। প্রকাশ্যে এই সমাজে হচ্ছে অশালীন কর্মকান্ড! যা দুঃখ বয়ে আনছে। হয়ত অশালীন কাজে আমরা সুখ পাই কিন্তু তা ত্রুতি নষ্ট করে মতি যা ক্ষতি!
সাদাসিধা সাজ হচ্ছে শালীন। অশালীন সাজ করে চিরদিনের জন্য বিলীন। মায়া, মমতা, ভালবাসা এখানে কাজ করে না হারিয়া যায়। কুচিন্তায় সারাক্ষণ থাকে যুবক-যুবতীরা ব্যস্ত। কারণ অধিকাংশ আড্ডার বিষয়বস্তু অশালীন কথা-বার্তা।
উত্তরা, ঢাকা।
১২.০১.২০২৪
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০৯