এসো নিশ্চিন্তে
সাইফুল ইসলাম সাঈফ
আঁকড়ে ধরো, প্রতিবছর আসে ঝড়
সান্ত্বনা খুঁজে পায় কীভাবে অন্তর!
উষ্ণ হলে কি কর একলা
তা খুবই কিরক্তকর, যন্ত্রণাকর ঝামেলা!
পরিকল্পনা করে কি নিখুঁত চলে
মনমত ঘটে না তবুুও ফলে!
যেকোনো একটি ফলবান বৃক্ষ দেখো
ঋতু পরিবর্তনের সাথে সাথে দেখো
প্রতিসময় হচ্ছে বদল রং, রূপ
চিৎকার করুক আর থাকুক চুপ!
যথাযথ সময় হারালে ভীষণ যাতনা
যতই একেঁ রাখো সুন্দর কল্পনা!
আল্লাহর নিময় মতই চলে পৃথিবী
সার্থক, সফল কে? আলোকিত রবি!
বিত্তবানও হয় ধ্বংস, একবারে খুশি-
না! তারাও হারায় কখনো হাসি!
জগতের ইতিহাস পড়ো নাহ্ বন্ধু
বেশিভাগ মানুষেই গেছে শুধু শুধু!
লাভবান কে বলো একটু ভেবে
চূড়ান্ত সময় কে কি পাবে?
সন্দেহ হলে প্রশ্ন, যাচাই কর
ভেবে চিন্তেই খালি দুহাত ধর!
ভালবাস মিলবে, না থাক সম্পদ
জমে আছে তা মতন পর্বত।
এসো নিশ্চিন্তে, আহ্বান শূন্য হৃদয়ে
পরিপূর্ণ করে দিব প্রেম দিয়ে!
উত্তরা, ঢাকা।
১২.০১.২০২৪
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


