প্রধান পথ
সাইফুল ইসলাম সাঈফ
মনে মনে ভাবতাম প্রধান পথ
ধরে হেঁটে হেঁটে যাবো বহুদূরে
দেশের সীমানা পেরিয়ে দূর বিদেশে
অলিগলি ঘুরে ডুবে গেলে দিনশেষে!
কিছুই করতে পারলাম না, সূর্যাস্ত
আমার নাই, আমার নাই সমস্ত!
পাশে কেউ এলো না সানন্দে
যৌবনে থাকতে পারলাম না আনন্দে!
দুখেই গেলো সোনালী সময় আমার
পছন্দের হতে পারলাম, হৃদয় চুরমার!
সবকিছু ঠিকঠাক ছিলো, এলো বাধা
কুলিয়ে উঠতে পারলাম না, কাঁদা!
যদি পারতাম প্রশংসা পেতাম সবার
উপহাস, অবহেলায় জীবন আমার ছারখার!
একটা মানুষও দিলো না প্রেরণা
একটা মানুষও হাত ধরলো না!
খালি হাতে নিজে কত লড়বো
এগিয়ে যাবার গতি কীভাবে ধরবো!
পেরে উঠি না বারবার হার
আবার জেগে উঠি তোমায় দরকার।
উত্তরা, ঢাকা।
২৬.০১.২০২৪
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


