আসবে বলো
সাইফুল ইসলাম সাঈফ
যদি কেউ না থাকে পাশে
অগোচরে বহুজনে তাচ্ছিল্যে হাসে!
ধরে ফেলতে পারো আমায়
আমার হৃদয় খালি, বুঝলে খালি
যা আছে কেবল আর্বজনা।
প্রথম যখন অনুভূত হয়
তখন থেকেই শুধু খুঁচ্ছি, খুঁচ্ছি…
তোমায় আমার ভালো লেগেছে
তোমায় আমার পছন্দ হয়েছে।
একলা যদি হও তবে বুঝবে
তা কত ভীষণ জ্বালা!
সইতে সইতে উত্তপ্ত কয়লা।
সঙ্গীর জন্য জমা কত ভালোবাসা।
তোমার জন্য বাঁচা আর আশা।
আমি রঙিন, তোমায় রাঙাবো
আমার রঙে, তোমায় ভুলাবো।
জ্বলজ্বলে রোদ বাগে ফুলের সুবাস
সেথায় তোমায় নিয়ে করবো নিবাস।
আসবে বলো সানন্দে এই বুকে
মরছি আমি তিলে তিলে ধুকে!
তুমি এলে আত্মবিশ্বাস ফিরে পাবো
তুমি এলে কথা ছন্দে মুগ্ধ করবো।
তুমি দিবে অনুপ্রেরণা, যাবো এগিয়ে
রাখবো খুব যতনে সারাজীবন হৃদয়ে।
দলিপাড়া. তুরাগ, ঢাকা।
১১.০৫.২০২৪
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২৪ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




