সাবা
সাইফুল ইসলাম সাঈফ
ঊষায় সাগর বালুকাময় তীরের সাবা
সূর্যোদয় সময়ের বর্ণিল মনোরম প্রভা।
আশরাফুল মানে হলো সৃষ্টির সেরা
হোক তোমার কন্যা দীপ্তিময় তারা।
আমার তোমার প্রায় সবার চাওয়া
সুন্দর জীবন যাপন, সুখ পাওয়া!
কেউ হয় সুখি, কেউ দুখি
তা দেখলে বুঝা যায় আঁখি!
এসো অনুরাগ দেখাই প্রত্যেকের প্রতি
প্রত্যাশা হোক সবার চমৎকার স্মৃতি।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
১৫.০৫.২০২৪
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২৪ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




