কেলেঙ্কারি
সাইফুল ইসলাম সাঈফ
একবার একগুচ্ছ ফুল কিনে ছিলাম
রঙে রঙিন, অতি দামও দিলাম।
একজনের সাফল্যের অভিনন্দন জানানোর জন্য
তারা স্বাভাবিক ভাবে নেয়নি সেজন্য
দেখিয়েছে প্রতিক্রিয়া রাগান্বিত, করেছে আঘাতও
হয়েছে আমার দেহে, মনে ক্ষতও!
প্রেম নিবেদন করার জন্য এখনও
সুযোগ আসেনি, ধুকে নষ্ট জীবনও!
উত্তাল ঢেউ হতো দিনে-রাতে
হয় এখনো, উঠা অসম্ভব ঊষাতে।
দেখলে আমায় অপছন্দ করবে না
কথা শুনলে, বলবে খারাপও না।
রোজগার করেছি সঞ্চয় জমে নাই
দিন গেছে ভেবে ভেবে একাই।
ভালবাসি শব্দ সুনিশ্চিত কাউকে বলিনি
কারণ এটা নিজে আগে বুঝিনি।
একলা নির্ঝনে কেবল নীরবে কাঁদি
করলাম না প্রেম কিংবা শাদি!
অপেক্ষা করছি না কারো জন্য
হয়ে যাচ্ছি দিনদিন একেবারে বন্য।
তোমাকে দিবো একটি লাল গোলাপ
দূর হয়ে যাবে হৃদয়ের পাপ।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
১৮.০৫.২০২৪
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২৪ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




