আমি মগ্ন
সাইফুল ইসলাম সাঈফ
ঘুমের ঘোরে স্বপ্নে, আমি মগ্ন
চাওয়ার মতো কি হয় অনন্য?
সব বর্ণে আমি মুগ্ধ হয়েছি
বুদ্ধিমতী- সুবর্ণ যা কামনা করছি।
চোখ দুটো মায়া ভরা কিনা
তুমি অপলক আমায় দেখো না!
প্রচন্ড ঢেউয়ে সাগরে সবকিছু লন্ডভন্ড
গভীর বেদনা, তুমি বিহীন কান্ড!
তুমি হতে পারো আমার প্রাচুর্য
কারণ তোমায় দেখে হয়েছি আশ্চর্য!
দিবো তোমায় চাওয়ার মতো সুখ
ভুলিয়ে দিবো যত কঠিন দুখ!
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২৩.০৫.২০২৪
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২৪ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



