বলো তুমি
সাইফুল ইসলাম সাঈফ
এসেছি কি স্বপ্নে, আনচান মনে
ইশারায় না আর বলো কানেকানে।
তোমার সাথে কথা বলতে চাই
এসো নতুন করে মন সাজাই।
আমি আসতে চাই, তোমার হৃদয়ে
তুমি ব্যতীত জীবন যাচ্ছে ক্ষয়ে!
তুমি চাইলে স্পষ্ট বলতে চাই
তুমি চাইলে প্রেম করতে চাই।
তুমি চাইলে দেখা হবে শীঘ্রই
ভালবাসিবো খুব সত্য সত্যি নিশ্চয়ই।
তুমি এসেছো আমার স্বপ্নে, চিত্তে
উষ্ণ সুখ পেয়েছি আমি তাতে!
মিলেমিশে থাকা মানে সুখে-শান্তিতে
শান্ত করো আমার অহেতুক ক্লান্তিতে।
একলা আর থাকতে চাই না
এসো না! বলে ফেলো না!
স্বপ্নের মানুষ বাস্তব করে নাও
বলো তুমি কি কি চাও?
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২৪.০৫.২০২৪
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২৪ বিকাল ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



