মিটিমিটি জ্বলছে
সাইফুল ইসলাম সাঈফ
আমি অত উজ্বল চাঁদ নই
তবে তা হওয়ার ইচ্ছে, অবশ্যই।
আমার চোখে মন্দ ধরা পড়ে
ভালো হলেও লোক যায় মরে!
মনের মানুষ কিভাবে বলো হই?
সব গুণে গুণী আমি নই।
ভেবেছি তুমি আমার ভাবনার মত
আমি মিটাব নিদান জ্বালা যত।
তোমাকে সাজাবো প্রতিদিন নতুন করে
মনে হচ্ছে সে যাচ্ছে সরে।
রঙিন আভা দেখবো দুজন প্রভাতে
জানি না, কী খোঁজে জগতে?
আমার এত বিত্ত, উচ্চতা হয়নি
ভালবাসি ভুলে কেউ আমায় বলেনি।
মিটিমিটি জ্বলছে আলো স্বীয় হৃদয়ে
নিরাশ-হতাশ যাচ্ছে সব ক্ষয়ে।
জোনাক পোকার দীপ্তি খালি রাতে
সূর্যের ঝলমলে, বিলীন হয় তাতে।
আমি উতলা হয়ে চেয়ে আছি
তোমার সাড়াতে জেগে উঠি, বাঁচি।
তোমার কথা, খোঁচাতে হয় প্রাণসঞ্চার
অহেতুক ভেবো না তোমায় দরকার।
হাসি-খুশি থাকতে চাই একসাথে
না চাইলেও, সাড়া দেই সাথেসাথে।
চোখ অনেক কিছুই দেখে রোজ
মুহুর্তেই চিত্তে থাকো নেই খোঁজ।
এতদিনে খুলেছে আমার চক্ষু তালা
আর সহ্য হয় না একেলা।
আমার সব পাওয়া দেরিতে হয়
এখনও পাইনি কারো কাছে অভয়।
যা ঘটে তা অকপটে বলি
আমিও হতে চাই তোমার ওলি।
গোপন আবৃত রাখা খুব শ্রেয়
তা আবর্জনা, তা খুব ভয়!
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২৬.০৫.২০২৪
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২৪ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



