বহুরঙের
সাইফুল ইসলাম সাঈফ
লাল ফুলে প্রিয়া তোমায় খুঁজি
হলুদ ফুলে প্রিয়া তোমায় খুঁজি
নীল ফুলে প্রিয়া তোমায় খুঁজি
বেগুনি ফুলে প্রিয়া তোমায় খুঁজি
সাদা ফুলে প্রিয়া তোমায় খুঁজি
বহুরঙের ফুলে প্রিয়া তোমায় খুঁজি
কল্পনা করি সুন্দর ফুলের মাঝে
মনের মিলের জন্যই যুগল সাজে।
সুন্দর সুন্দর বাহারি সব ফুলগুলো
সুরম্য! ভেবে ভেবে যায় দিনগুলো।
না পেয়ে সঙ্গীর সঙ্গ এলোমেলো
কিছুই ভালো লাগে না, অগোছালো।
এসো না করে দাও পরিপাটি
এসো না একসাথে বহুদূর ছুটি।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২৮.০৫.২০২৪
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২৪ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



