জানিয়ে জুনিয়ে
সাইফুল ইসলাম সাঈফ
প্রেম হোক তাহলে জানিয়ে জুনিয়ে
আর ভাঙবে না, থাকবে হৃদয়ে!
সত্যি বা বাস্তব করো স্বপ্ন
আর হবে না মন ভগ্ন।
গোপন প্রেমের হয় মৃত্যু-দাফন
করে নাও বৈধ একেবারে আপন।
তখন উৎসাহ দিবে, সবাই খুশি
প্রভুও হবে সন্তুষ্ট, ছড়াবে রশ্মি!
ফেটে চৌচির ভুমিও সজীব হয়
তরতাজা মুখও একদিন মলিন হয়।
জুটি না হলে, এদিক সেদিক
হারায় সে যথা সময়ের দিক।
আমারও তোমার মতো গোপনে কত
দিন যায় যত বাড়ে ক্ষত!
এসো হয়ে যাই, ভালবাসি চূড়ান্ত
যা রবে নিখুঁত জগতে অনন্ত।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
০১.০৬.২০২৪
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২৪ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




