মানুষ
সাইফুল ইসলাম সাঈফ
আমরা মানুষ
প্রত্যেকের রাখতে হবে হুশ।
আর আল্লাহকে বিশ্বাস করলেই
(লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ)
তার দেয়া বিধি বিধান মানতে হবে অবশ্যই!
তবেই আমরা মুসলিম
হোক ধনী, হোক গরীব মুসলিম!
হোক বিজ্ঞ, হোক অবিজ্ঞ মুসলিম
হোক দক্ষ, হোক অদক্ষ মুসলিম।
প্রায় প্রত্যেকে একই করণীয়
অধিক ইবাদতকারী হবে সম্মানীয়।
উপহার সে পাবে জান্নাত
জেগে উঠলে হবে প্রভাত।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২৪.০৬.২০২৪
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৪ ভোর ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



