উন্নত নিখুঁত
সাইফুল ইসলাম সাঈফ
সুখ মনের প্রশান্তি, ভালো লাগে
ফুল সুবাস ছড়ায় চমৎকার বাগে।
সুখকর কর মূহুর্ত প্রভু জগতে
অনুভব করি যেনো, যেমন জান্নাতে।
সহজ সরল পথ উন্নত নিখুঁত
সত্য অভিলাষ তবুও হয় খুঁত।
সব কিছু জানা সম্ভব না
ইচ্ছে থাকা সত্ত্বেও হয় না।
চিত্তে, প্রকাশ্যে, গোপনে যা ঘটে
কত ঘটনা যত কান্ড তটে
সব তুমি জানো, আমি জানি
তৃষ্ণা পেলে মধুর লাগে পানি।
তপ্ত মরুর মতো রয়েছে মন
যুগল হবো বলো আমি কখন?
অনেক সময় সোনালী চলে গেলো
কবে পাবে আমার হৃদয় আলো।
যিনা খুব খারাপ তা হচ্ছে
এই সমাজ আমায় ধাবিত করছে।
আল্লাহ সংযত থাকা কঠিন অসহ্য
আমি সবসময় জ্বলিত যেমন দাহ্য।
দাও না আনন্দ, আনন্দিত করো
প্রশংসা করি তোমার রহম করো।
উত্তরা, ঢাকা।
২৫.০৯.২০২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


