মনকাড়া সুরম্য
সাইফুল ইসলাম সাঈফ
মনকাড়া সুরম্য রূপ দেখে আত্মাহারা
কীভাবে বাঁচি বলো তাকে ছাড়া?
এতদিন চিহ্নিত ছিলো না, অজানা
দেখে তারে যায় না, ভাবনা।
যদি তোমার শূন্য হৃদয় থাকে
রাখো না আমার ছবি এঁকে।
ভালোবাসার পরশ দেবো সারা দেহে
ভেসে যাবো তোমার প্রেমের প্রবাহে।
গুরুত্ব দেবো তোমার যত পছন্দ
খুশি রাখব দেবো মনে আনন্দ!
কতো যতনে রেখেছি চিত্ত, খালি
পড়ে নি, পড়ে নি ধুলোবালি।
তুমি করতে পারো চোখ শীতল
তা না হলে হবো কতল।
খুব সুন্দর তোমার দেহের আবরণ
থাকতে চাই একসাথে উভয়ে আমরণ।
তুমি দিতে পারো কাঙ্ক্ষিত সুখ
যা পেলে ভুলে যাবো দুখ।
এসো হে প্রীতি পাশে সানন্দে
মত্ত হয়ে যাবো তোমার সুগন্ধে।
উত্তরা, ঢাকা।
০৬.০৪.২০২৫
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




