নিষ্ঠুর শক্তি
সাইফুল ইসলাম সাঈফ
যে বিজ্ঞান মানুষের অকল্যাণের জন্য
যে প্রযুক্তি মানুষের নির্মূলের জন্য
আমি ঘৃণা করি এই উন্নতি
যা করে যায় মানুষের ক্ষতি!
নিশ্চিয় ধ্বংসপ্রাপ্ত হয়েছে নিষ্ঠুর শক্তি
পৃথিবীতে নজির আছে, হয়েছি মুক্তি।
তুমি কীভাবে সমর্থন দাও মানুষ হত্যার?
ছাড় পায় না, একদিন হয় বিচার।
তোমরা শ্রেষ্ঠ মারণাস্ত্র সৃষ্টিতে
বাস্তব, যা দেখছে মানুষ গাজাতে।
মুসলিম জাতি ছড়ায় চারদিকে আলো
ভুলে যাও দ্বন্ধ ঐক্য হও সাদা-কালো।
ইসরায়েল উল্লাস করছে ভাই-বোনকে মেরে
বাধ্য করছে জন্মভূমি যেতে ছেড়ে!
শক্তি, ক্ষমতা প্রদর্শন করো না
সর্বশক্তিমান আমাদের সাথে, সে প্রেরণা।
নির্বিচারে হত্যাযজ্ঞ করো না
জোর করে শান্তি প্রতিষ্ঠা হয় না!
ইতিহাস কি তোমরা পড় না
জালিম কখনো জিতে না!
যুগে যুগে ওরা হয়ে ঘৃণিত বিলীন
সত্য চিরউন্নত, চিরদিন অমলিন।
উত্তরা, ঢাকা।
০৭.০৪.২০২৫
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




