বাহবা
সাইফুল ইসলাম সাঈফ
নিত্য বাহবা মেলে, আনন্দিত করে
বেশিভাগ নকল, তুচ্ছ তাচ্ছিল্য স্বরে।
সত্য সঙ্গীর সঙ্গই প্রকৃত সুখ
অন্যথায় হলে হৃদয়ে বাড়ে দুখ।
তুমি পছন্দ তাই এত আগ্রহ
বইছে মনে খুশির স্নিগ্ধ বায়ুপ্রবাহ।
লুকোচুরি করা প্রায় প্রত্যেকের আদত
ত্রুটি বিচ্যুতি হয়, মেলে সৎ।
তোমার এখন লাবণ্য,পূর্ণরূপ, চাঁদনি
রহস্য! প্রশ্ন কীভাবে কাটে রজনী?
অসংখ রূপ আমরা প্রতিদিন দেখি
অনন্য একটাই, তারে মনে রাখি।
এসো তৈরি করি অনুরাগের বাসা
দীর্ঘদিন পর ইচ্ছে খুব, আশা।
আমি করি নাই কাউকে এঁটো
প্রতিমুহূর্তে তুমি ফুল হয়ে ফোটো।
আমার চিন্তা-ভাবনায় এখন তুমি
সুখ অনুভবে বিহ্বল বিশাল ঊর্মি।
হয়ে যাও, হও তুমি রাজি
জুটবে মৌলিক সব, আছে রুজি।
উৎসাহ দেব, করব সঠিক মূল্যায়ন
সফল করে তুলবো তোমার স্বপন।
উত্তরা, ঢাকা।
১৪.০৪.২০২৫
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




