বিজয়
সাইফুল ইসলাম সাঈফ
বিজয় আনন্দিত করে হই খুশি
মুখে ফুটে ওঠে সুখের হাসি!
প্রাপ্তি আমাদের সন্তুষ্ট করে
অপ্রাপ্তি হলে বিষাদে মরে।
প্রতিটি বিষয়ে সবাই সফল হয় না
প্রত্যাশা সবসময় পূরণও হয় ন।
হারি-জিতি আর করি কল্পনা।
বিজয়ীরা কখনো চলার পথে প্রেরণা
বিফল তাদের করে উপহাস, ঘৃণা!
জয়ীরা পায় উপহার আর সম্মাননা।
কারো কারো ভাগ্য অতি উন্নত
কারো কারো হৃদয়ে শুধু ক্ষত!
বৃষ্টি হলে কেউ খুশি আবার
বৃষ্টি হলে কেউ হয় অখুশি।
কিন্তু বৃষ্টিরও আছে উপকার-অপকার
বেঁচে থাকার জন্য তা দরকার।
জিতে জিতে কেউ হয় অহংকারী
অকৃতজ্ঞ হয় তখন করে বাড়াবাড়ি।
প্রতিটি মানুষ বহুবার যায় জিতে
সেজন্য তখন উল্লাসে যায় মেতে।
জয়-পরাজয়ে করতে হবে প্রভুর
প্রশংসা; তার কাছে প্রার্থনা, আশা।
উত্তরা, ঢাকা।
১০.০৯.২০২৫
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


