somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনে যৌন ব্যবসার প্রচারণার আড়ালে সেক্স ট্রাফিকিং: প্রশাসন নির্বিকার!

১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবুন তো এমন একটি অবস্থার কথা! যেখানে নিজের জীবনের উপর আপনার কোন নিয়ন্ত্রণ নেই। যেখানে আপনাকে প্রতিনিয়ত অন্যের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হয়। এমনকি আপনাকে দিয়ে যে কাজটি করানো হচ্ছে তা থেকে উপার্জিত আয়ের উপরও আপনার কোন নিয়ন্ত্রণ নেই। কল্পনা করুন আপনার আশে পাশে কেউ নেই, আপনার বাবা-মা-ভাই-বোন-বন্ধু-প্রেমিক কেউ না। সেক্স ট্রাফিকারের খপ্পরে যারা পরে তাদেরকে এই অবস্থার কথা কল্পনা করতে হয় না, কারণ বাস্তবে তাদের অবস্থা এমনই করুণ। এরা আধুনিক যুগের কৃতদাস, এরা প্রতারণার শিকার। এদের প্রলোভিত করে অথবা প্ররোচিত করে অথবা জোড় করে পতিতা বানানো হয়। সেক্স ট্রাফিকিং বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও মাদকের পর সবচেয়ে বড় একটি অপরাধমূলক ব্যবসায়! কিভাবে আপনি অথবা আমি এই সেক্স ট্রাফিকিং এর দুষ্ট চক্রের একটি অংশ হয়ে গেছি অথবা অংশ হতে চলেছি তা আমরা হয়ত বুঝতেই পারি না।

আমরা সবাই স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি উন্নত জীবনের, নিজের জন্য, পরিবারের জন্য। ঢাকা, চট্রগ্রামের মত বড় বড় শহর এই স্বপ্ন পুরনের সুযোগ সৃষ্টি করতে পারে। কিন্তু দুঃখের বিষয় আমাদের কারো কারো জন্য এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হয়। নিজেদের জীবনমান উন্নত করার আকাংখায় তাদের দূর্বল করে দিয়েছিল। আর তাদের এই দূর্বলতার সুযোগ নেই ঝুমকা ইয়াসমিন খান, রাজিয়েল ইব্রাহিম, মিঃ মাসুম এর মত সেক্স ট্রাফিকার এবং তাদের দালালরা। তাই বলে ঝুমকা, রাজিয়েল আর মাসুম ই একমাত্র দোষী ব্যক্তি নয়, আপনি বা আপনি চিনেন এরূপ যে কেউ অপরাধী হতে পারে। আমাদের অনেকেরই বন্ধু বা পরিচত রয়েছে যারা অর্থের বিনিময়ে যৌনতা ক্রয় করে, এরা যৌন চাহিদা মেটানোর জন্য যেকোন বয়সের মেয়েদের কাছে যায়।

সেক্স ট্রাফিকিং শুধুমাত্র একটি সামাজিক ক্ষত নয়, এইটা একটা যঘন্য অপরাধ। তাই অন্যান্য যেকোন অপরাধের মত একে সমাজ থেকে নির্মূল করা প্রয়োজন। আমি আজ আপনাদের মুখোমুখি দাঁড়িয়েছি। কারণ আমরা সবাই কোন না কোনভাবে এই চক্রের সাথে জড়িত। আমরা চাই সস্তা শ্রম, সস্তা পন্য, চাই অর্থের বিনিময়ে যৌনতা, আর এ কারনে সমাজের অনেক নারী ও শিশু হয় সেক্স ট্রাফিকিং এর শিকার, হয় শোষিত।

এ সমস্যা সমাধানের জন্য আমাদের সবার আগে জানতে হবে কেন সেক্স ট্রাফিকিং এর ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে এর শুরু হয় দারিদ্র থেকে। দূর্বল ও অসচ্ছল ব্যক্তি ও পরিবারগুলো মূলত সেক্স ট্রাফিকারদের মূল লক্ষ্য। যেমন ঝুমকা, রাজিয়েল আর মাসুম অনলাইনে বিজ্ঞাপন প্রদান ও পরিচিত ব্যক্তিদের মাধ্যমে গ্রাম থেকে উচ্চাকাঙ্ক্ষায় আশা মেয়েদের লক্ষ্য করে লোভনীয় অফারের মাধ্যমে সেক্স ট্রাফিকিং এর জাল বিস্তার করে। আর সে জালে সহজেই ধরা দেই ভিক্টিমরা। যদিও আপাতত দৃষ্টিতে মনে হয় তারা স্বেচ্ছায় যৌন ব্যবসা করছে, কিন্তু সত্য হচ্ছে তারা সেক্স ট্রাফিকিং এর শিকার।

আপডেট (০৫/১১/২০১৬)

ঝুমকা ইয়াসমিন খানের পিছনের খুঁটির জোড় কত বেশি শক্তিশালী যে যৌনব্যবসার আড়ালে শিশু সেক্স ট্রাফিকিং এর মত অপরাধে জড়িত থাকার পরও দেশের রাষ্ট্রপতি কেন, খালেদা জিয়া, শেখ হাসিনা কেউ তার কিছু করতে পারবে না বলে সে অভিযুক্ত অপরাধী চ্যালেঞ্জ করে? এমনকি তার অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদে ব্লগে লিখার ফলে সে লেখককে ড্রাগ মামলায় ফাঁসানো এবং লিখাটি প্রকাশের কারণে সামু ব্লগের মত জনপ্রিয় বহুল প্রচারিত ব্লগ বন্ধ করে দেয়ার হুমকি দেয়!সেক্স ট্রাফিকিং এ অভিযুক্ত ঝুমকা ইয়াসমিন খান কর্তৃক মোবাইলে এই ব্লগের লেখককে ড্রাগ মামলায় ফাঁসানো এবং সামুব্লুগ বন্ধের হুমকি প্রদানের ভয়েস রেকর্ড শুনতে ক্লিক করুন:।

আপডেট ( ০৬/১১/২০১৬)

Escorts Service in Uttara এর আড়ালে সেক্স ট্রাফিং এ জড়িত মিঃ শীতল খান 01703 805270, Email: [email protected] যৌন ব্যবসার আড়ালে সেক্স ট্রাফিকিং করে চলেছে। http://bd-escorts.com/



বাংলাদেশ-এস্কর্ট ডট কম কম এর নামে +880-193-703-0213, Email: [email protected] থেকেও যৌন ব্যবসার আড়ালে সেক্স ট্রাফিকিং পরিচালনা করছে কোন প্রকার বাঁধা বিপত্তি ছাড়াই।
http://bangladesh-escorts.com/index.html




আপডেট ( ০৩/১১/২০১৬)

সুমন খান, বিডিএস্কর্টডটকম এবং বিডিএস্কর্টডটক্লাব নামক দুটি ওয়েবসাইটের মাধ্যমে নিয়মিত যৌনব্যবসার আড়ালে সেক্স ট্রাফিকিং এর মত সংঘবদ্ধ অপরাধ করে চলেছে। Adult Service Escorts Service Provider || 01775-22 64 41।
http://www.bdescorts.com/, http://bdescorts.club/home/



আপডেট (০২/১১/২০১৬)
মিঃ মাসুম, এস্কর্ট সার্ভিস পরিচালনার আড়ালে সেক্স ট্রাফিকিং পরিচালনা চক্রের একজন সক্রিয় হোতা যে বিডি কল গার্ল এর মাধ্যমে স্কুল কলেজের মেয়েদের দ্বারা যৌন ব্যবসায় পরিচালনা করে প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন যাবৎ সেক্স ট্রাফিকিং এর মত সংঘবদ্ধ অপরাধ করে আসছে। এই চক্র স্কুল কলেজে পড়ুয়া শিশুদের ওয়েবক্যাম সেক্স, প্লেবয় সেক্স সহ সেক্স পার্টি আয়োজনের মাধ্যমে সেক্স ট্রাফিকিং এর মত যঘন্য অপরাধ করে চলেছে। Mr.MasuM, E-Mail : [email protected], Mobile : 0188 11 88 949, Skype : bdcallgirlservice



আপডেট (০১/১১/২০১৬)
জাহিদ খান এবং বৃষ্টি ইসলাম লিসা, ফেসবুকে বিভিন্ন নামে একাঊন্ট এবং পেইজ খুলে যৌন ব্যবসার প্রচারণার আড়ালে সেক্স ট্রাফিকিং চালিয়ে যাচ্ছে। তারা তাদের উত্তরা ফ্লাটে কলেজের মেয়ে (তাদের ভাষায় ১৭/১৮ বছর-ইন্টারমিডিয়েট প্রথম বছরে পড়ুয়া মেয়ের বয়স নিশ্চয় ১৮ বছরের নিচে হবে) দিয়ে তাদের যৌন ব্যবসায় চালায়। এই সেক্স ট্রাফিকার চক্র বৃষ্টি ইসলাম লিসা, অঞ্জলী রহমান, অর্পিতা রহমান আরজুমান, জাহিদ খান ইত্যাদি একাউন্ট এবং ফ্ল্যাট উত্তরা রিয়াল সেক্স, রোমান্টিক কল গার্ল, ২ উত্তরা রিয়াল সেক্স ইত্যাদি নামে পেইজ খুলে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। 01776569784 এবং ০১৭৭৬১৬৪০৩৪ এই দুটি আক্টিভ নাম্বার দিয়ে তারা তাদের সকল অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে অবলীলায়।

বৃষ্টি ইসলাম লিসাঃ https://web.facebook.com/bristy.islamlisa



অঞ্জলী রহমানঃ https://web.facebook.com/anjely.rahman.35



ফ্ল্যাট উত্তরা রিয়াল সেক্সঃ Click This Link



রোমান্টিক কল গার্লঃ Click This Link



অর্পিতা রহমান আরজুমানঃ Click This Link



২ উত্তরা রিয়াল সেক্সঃ https://web.facebook.com/2-uttara-real-sex-page-214233028988659/?fref=nf&pnref=story



জাহিদ খানঃ Click This Link



আপডেট (২৭/১০/২০১৬)
অনলাইনে যৌন ব্যবসার প্রচারণার আড়ালে সেক্স ট্রাফিকিং: প্রশাসন নির্বিকার! শীর্ষক লিখাটি সামুব্লগ, বিডিব্লগ, ইস্টিশন ব্লগ, ব্লগস্পট সহ বিভিন্ন ব্লগে প্রকাশের পর এস্কর্ট সার্ভিসের আড়ালে সেক্স ট্রাফিকিং পরিচালনাকারী চক্রের একজন হোতা ঝুমকা ইয়াসমিন উক্ত ব্লগের লেখককে ড্রাগ মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি প্রদান করেছেন। গতকাল রাতে উক্ত অভিযুক্ত অপরাধী মোবাইল ফোনে লেখককে হুমকি দিয়ে বলেন যে, ভয় দেখানোর জন্য লিখাটি লিখে কোন লাভ হবে না, এরকম শত শত লিখা প্রতিদিন তার নামে লিখা হয়। প্রেসিডেন্ট কেন, শেখ হাসিনা ও খালেদা জিয়াও তার কিছু করতে পারবে না। পাশাপাশি, তিনি অচিরেই সামু ব্লগ বন্ধের ব্যবস্থা করতেছে এবং লেখককে ড্রাগ মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকিও প্রদান করেন।

তাছাড়া, তিনি গতকাল রাতে সামু ব্লগে মন্তব্যের মাধ্যমে উল্লেখ করেছেন যে, এই ব্লগের লেখক ইসলামের কট্টোর পন্থি এক জন আই এস আই এর জংগী যার সপ্ন বাংলাদেশকে আফগানস্থান বা সিরিয়া বানানো। তাইত তিনি সামু এডমিনকে ওই ভয়নকর আইএস আইএস এর এজেন্ট কে সামু থেকে ব্যান করে দিতে আর লেখকের পার্সোনাল তথ্যাদি পুলিশকে দিতে সামু এডমিনের নিকট আহবান জানিয়েছে।



এতোপূর্বে এই লিখাটিতে সংক্ষুব্ধ হয়ে ঢাকা এস্কর্ট সার্ভিস এর পরিচালক রাজিয়েল অ্যালেক্সান্ডার ইব্রাহিম তাঁর দ্বারা পরিচালিত পতিতাবৃত্তি অবৈধ নয় এই মর্মে গত ২১ অক্টোবর ২০১৬ ইং তারিখ ভোর: ৬:০৯ মিনিটে সামু ব্লগে মন্তব্যের মাধ্যমে তার কাজ চালিয়ে যাওয়ার প্রকাশ্যে চ্যালেঞ্জ প্রদান করে । তাছাড়া, সামু ব্লগে একজন উক্ত ব্লগের লেখককে রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানী দাতা ও ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করে তথ্য প্রযুক্তি আইন এ মামলা করার হুমকি প্রদান করেন।

আপডেট (২৬/১০/২০১৬)
ঝুমকা, ২০ বছর বয়সী সেক্স ট্রাফিকিং চক্রের হোতা এই মেয়েটি শুধুমাত্র যৌন ব্যবসার সাথে জড়িত তা নয়, সে বিভিন্ন স্কুল ও কলেজের শিশু মেয়েদের যৌন ব্যবসায় নিয়োজিত করে যৌন শোষণের মাধ্যমে সেক্স ট্রাফিকিং করে চলেছে।। ঢাকায় নিজস্ব ফ্ল্যাটে পতিতাবৃত্তি এবং মোবাইল সেক্স, ভিডিও সেক্স এর নামে মানুষের সাথে প্রতারণার ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার সেথে অ্ধুযদি কেউ যৌন কর্ম করার ইচ্ছে পোষণ করে তবে তাঁকে প্রথমে মোবাইল সেক্স, তারপর ভিডিও সেক্স এবং সর্বশেষে সরাসরি যৌনকর্ম করতে পারবে বলেই তার বিজ্ঞাপনে প্রকাশ। এমন কি এই সেক্স ট্রাফিকার মেয়েদের কাছে লেসবিয়ান মেয়েও সরবরাহ করে থাকে বলে তার বিজ্ঞাপনে প্রকাশ রয়েছে।




ওয়ার্ড প্রেস ব্লগে সেক্স ট্রাফিকার ঝুমকার সরব উপ্সথিতিঃ https://sexyjhumka.wordpress.com/



ফেসবুক গ্রুপ নাচ ঘরে সেক্স ট্রাফিকার ঝুমকার বিজঙাপন:
https://www.facebook.com/nachghor/?fref=nf



সেক্স ট্রাফিকার ঝুমকার প্রতারনামূলক কাজের প্রমান: https://www.facebook.com/nachghor/posts/484077895004466



আপডেট (২৫/১০/২০১৬)

ঢাকা এস্কর্ট সার্ভিস এর পরিচালক রাজিয়েল অ্যালেক্সান্ডার ইব্রাহিম তাঁর দ্বারা পরিচালিত পতিতাবৃত্তি অবৈধ নয় এই মর্মে আজ ২১ অক্টোবর ২০১৬ ইং তারিখ ভোর: ৬:০৯ মিনিটে সামু ব্লগে মন্তব্যের মাধ্যমে প্রকাশ্যে চ্যালেঞ্জ । এস্কর্ট সার্ভিস প্রদানের নামে যৌন ব্যবসার আড়ালে একজন সংঘবদ্ধ সেক্স ট্রাফিকিং চক্রের হোতা যেভাবে প্রকাশ্যে তাঁর অপরাধমূলক কাজের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং কেউ তাঁর অপরাধমূলক কাজের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাঁকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছে তাতে কি বর্তমান পুলিশ প্রশাসনকেই চ্যালেঞ্জ জানানো নয় কি? এ ব্যপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি!




আপডেট (২১/১০/২০১৬, ভোর: ৬:০৯ মিনিট )
ঢাকা এস্কর্ট সার্ভিস এর পরিচালক রাজিয়েল অ্যালেক্সান্ডার ইব্রাহিম ২১/১০/২০১৬ ইং তারিখ বিকেল ৪:২৬ মিনিটে আবারো আইনের উলটা পাল্টা ব্যাখ্যা দিয়ে সেক্স ট্রাফিকিং এর পক্ষে তাঁর কার্যক্রমগুলি চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জ প্রদান করে।



আপডেট ( ২১/১০/২০১৬, বিকেল ৪ঃ২৬ মিনিট)
"ঢাকা এস্কর্ট সার্ভিস" ফেসবুকে যা "ঢাকা এন্টারটেইনমেন্ট সার্ভিস-লাভ ডেন" একটি বৃহৎ সেক্স ট্রাফিকিং চক্র, যারা শুধু অনলাইন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই তাদের ঘৃন্য আর অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে না, তারা তাদের প্রচারণার জন্য অনলাইন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি http://dhakaescortservice.com/ নামক ওয়েব সাইটও ব্যবহার করছে। বিশেষ বিবেচ্য হল, এ চক্র তাদের ঘৃন্য কৌশলের অংশ হিসাবে তাদের প্রাপ্ত ডোনেশনের ১০০% বৃদ্ধ মহিলাদের স্বাস্থ্যকর বসবাস এবং তাদের সর্বমোট আয়ের ৫% বৃদ্ধ মহিলাদের চ্যারিটির উদ্দেশ্য ব্যয় করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এ চক্রের সাথে যোগাযোগের জন্য Raziel Alexander (CEO) এবং ফেইসবুকে Quazi Rafiul Alam (Raziel Alexander Ibrahim): https://www.facebook.com/quazi.rafiul, Enamul Haque: https://www.facebook.com/enamulhaquedes এবং Click This Link ব্যবহার করেছে।







আপডেট (১৯/১০/২০১৬)

কে এই রন খান?( সেক্স ট্রাফিকার)

রন খান নামক এই ব্যক্তিটির শিকড় কি এত বেশী বিস্তৃত, প্রশাসনের মাঝে তার যোগাযোগ, প্রভাব আর ক্ষমতা এত বেশী শক্তিশালী যে নিয়মিত অনলাইনে বিজ্ঞপ্তি দিয়ে যৌন ব্যবসার আড়ালে সেক্স ট্রাফিকিং করে চলেছে অথচ পুলিশ প্রশাসন কোন ব্যবস্থায় গ্রহণ করছে না। সামহোয়ার ইন ব্লগের মত বহুল প্রচারিত ব্লগের ফ্রন্ট ফেইজে সপ্তাহব্যাপী রন খানসহ অন্যান্য যৌন ব্যবসার আড়ালে সেক্স ট্রাফিকিং করে চলা অপরাধীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমান উপস্থাপন সত্ত্বেও এসকল অপরাধী কিভাবে এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে?

রন খান, মোবাইল নং-8801770301090, এই ব্যক্তি একাই অনলাইন যৌনব্যবসার ৯০% দখল করে আছে বলে দেখা যাচ্ছে। বাংলাদেশ এস্কর্ট, বাংলাদেশ এস্কর্ট এজেন্সী, ঢাকা এস্কর্ট, ঢাকা এস্কর্ট এজেন্সী, ঢাকা এস্কর্ট সার্ভিস, বাংলাদেশ এস্কর্ট গার্ল, বাংলাদেশ হাই ক্লাস এসস্কর্ট, ঢাকা কল গার্ল এজেন্সি, বাংলাদেশ টপ এস্কর্ট এজেন্সী ইত্যাদি নামক এক ডজনের বেশী যৌন কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এই রন খান। ফেসবুক, লিঙ্কডিন, টুইটার, ব্লগ, ওয়েবসাইট সহ সামাজিক মিডিয়ার এমন কোন অঙ্গন নেই যেখানে এই ব্যক্তি যৌন ব্যবসার প্রচারণা চালিয়ে যাচ্ছে না। এই ব্যক্তি কি এত বেশী ক্ষমতাশালি যে প্রশাসনের নাকের ডগায় দিব্বি তার কাজ চালিয়ে যাচ্ছে?
https://www.linkedin.com/in/bdescortgirls?authType=name&authToken=SKWO&trk=prof-sb-browse_map-name




শুধু ফেসবুক পেইজের মাধ্যমেই নয়, লিংকডিনের মত প্রফেশানাল সাইটের মাধ্যমেও তারা যৌন ব্যবসায় চালিয়ে যাচ্ছে। তেমন একটি প্রফাইল নর্তকী ঝুমকা। ২০ বছর বয়সী মেয়েটি দাহাকায় নিজস্ব ফ্ল্যাটে পতিতাবৃত্তি করছে। শুধু নিজে যে এই পতিতাবৃত্তির সাথে জড়িত তা নয়, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের দ্বারাও পরিতাবৃত্তি পরিচালনা এবং সেক্স ট্রাফিকিং করে চলেছে।প্রকাশ্যে বিজ্ঞাপন প্রদান করে।
https://www.linkedin.com/in/nortoki-jhumka-96a4a05b?authType=NAME_SEARCH&authToken=0wjp&locale=en_US&srchid=5190965511476690119271&srchindex=1&srchtotal=1&trk=vsrp_people_res_name&trkInfo=VSRPsearchId:5190965511476690119271,VSRPtargetId:213208930,VSRPcmpt:primary,VSRPnm:true,authType:NAME_SEARCH
http://www.facebook.com/groups/252903464793257/




আপডেট (১৭/১০/২০১৬):
“কল গার্ল ঢাকা” অনলাইনে কল গার্ল, বডি ম্যাসেজ ও ফরেনার এস্কর্ট সরবরাহকারের উদ্দেশ্যে পরিচালিত একটি ফেসবুক পেজ। কল গার্ল ক্লাব, ঢাকা, পাওয়ার্ড বাই এস্কর্ট রেইন ঢাকা কর্তৃক পরিচালিত কল গার্ল সাপ্লায়ার-বডি ম্যাসেজ-ফরেনার এস্কর্ট-অনলাইন বেইজ সার্ভিস প্রদানকারী তথাকথিত এজেন্টটির ঠিকানা গুলশান ১, ঢাকা এবং কনটাক্ট পার্সন জনৈক রিগান, যার মোবাইল নাম্বার ০১৮২৫১৩৮৮১২। গত ১৫ জুলাই ২০১৬ ইং তারিখে ফেসবুকে খোলা এই পেইজটি এতোমধ্যে বিভিন্ন চটকদারী পোস্টের মাধ্যমে তাদের কার্যক্রমের প্রচার চালাচ্ছে কোন বাঁধা বিপত্তি ছাড়াই।




১৫ জুলাই ২০১৬ ইং তারিখে প্রদত্ত পোষ্টের মাধ্যমে পেইজটি তাদের নরমাল ক্যাটাগরি এস্কর্ট এর রেট, জায়গা, বুকিং সিস্টেম প্রকাশ করছে এবং এ ক্যাটাগরীর সেবা নিতে আগ্রহী হলে কি করতে হবে তাও বর্ণনা করেছে।





২৭ জুলাই ২০১৬ ইং তারিখে পেইজটি কলাবাগান, ধানমন্ডি, ধানমন্ডি ২৭ এবং মধ্যবাড্ডায় তাদের নরমাল ক্যাটাগরী এস্কর্ট সেবার স্থান, রেট ও যোগাযোগ নাম্বার প্রকাশ করেছে।





এস্কর্ট এজেন্সিটি যে অচিরেই মিরপুর এলাকায় তাদের সেবা নিয়ে হাজির হচ্ছে তা গত ৩ আগস্ট ২০১৬ ইং তারিখের পোষ্টের মাধ্যমে প্রকাশ করেছে।



সর্বশেষ এস্কর্ট সরবরাহকারী পেইজটি গত ৪ সেপ্টেম্বর ২০১৬ ইং তারিখে এস্কর্ট রিক্রুইটিং এজেন্ট, নারী এস্কর্ট এবং পুরুষ এস্কর্ট নিয়গের জন্য পেইজটিতে বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপনগুলোতে কাজ করতে আগ্রহীদের যোগ্যতা, কাজ সম্পর্কে ধারনা, প্রয়োজনীয় কাগজ পত্র, পারিশ্রমিক এবং যোগাযোগের ঠিকানা বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।








আইন আলোচনাঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৪০ নং অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের পেশা বা বৃত্তি গ্রহণের স্বাধীনতা প্রদান করা হয়েছে। উক্ত অনুচ্ছেদে বলা হয়েছে যে, আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ-সাপেক্ষে কোন পেশা বা বৃত্তি-গ্রহণের কিংবা কারবার বা ব্যবসায়-পরিচালনার জন্য আইনের দ্বারা কোন যোগ্যতা নির্ধারিত হইয়া থাকিলে অনুরূপ যোগ্যতাসম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোন আইনসঙ্গত পেশা বা বৃত্তি-গ্রহণের এবং যে কোন আইনসঙ্গত কারবার বা ব্যবসায়-পরিচালনার অধিকার থাকিবে। কিন্তু সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদে রাষ্ট্রকে গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের ম্যান্ডেট প্রদান করা হয়েছে। তারই প্রেক্ষিতে রাষ্ট্র প্রকাশ্যে গনিকাবৃত্তি ও অশ্লীল কর্মকান্ডকে অপরাধ হিসাবে গন্য করে বিভিন্ন আইন প্রণয়ন করেছে।

দণ্ডবিধির ২৯০, ২৯২ ও ২৯৪ ধারায় উপরোল্লিখিত কার্যক্রমসমূহ আইনগতভাবে অপরাধ হিসাবে গন্য করে অপরাধীর জরিমানা ও কারাদণ্ডের বিধান করেছে। তাছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ৭৪ ধারায় পতিতা বৃত্তির জন্য আহবান করাকে অপরাধ হিসাবে গন্য করে অপরাধীর কারাদণ্ড ও জরিমানার বিধান করেছে।

পাশাপাশি, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর ১১, ১২ এবং ১৩ নং ধারা কল গার্ল ঢাকা কর্তৃক সম্পাদিত কার্যক্রমসমূহকে শাস্তি যোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করেছে। উক্ত আইনের ১১ ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি জবরদস্তি বা প্রতারণা করিয়া বা প্রলোভন দেখাইয়া কোন ব্যক্তিকে পতিতাবৃত্তি অথবা অন্য কোন প্রকারের যৌন শোষণ বা নিপীড়নমূলক কাজে নিয়োগ করিবার উদ্দেশ্যে বিদেশ হইতে বাংলাদেশে আনয়ন করিলে বা বাংলাদেশের অভ্যন্তরে স্থানান্তরিত করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনধিক ৭ (সাত) বৎসর এবং অন্যূন ৫ (পাঁচ) বৎসর সশ্রম কারাদন্ডে এবং অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত হইবেন।

১২ নং ধারায় বলা হয়েছে, (১) কোন ব্যক্তি পতিতালয় স্থাপন বা পরিচালনা করিলে অথবা তাহা স্থাপন বা পরিচালনা করিতে সক্রিয়ভাবে সহায়তা বা অংশগ্রহণ করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর এবং অন্যূন ৩ (তিন) বৎসর সশ্রম কারাদন্ডে এবং ইহার অন্যূন ২০ (বিশ) হাজার টাকা অর্থদন্ড দন্ডিত হইবেন। (২) কোন ব্যক্তি, যিনি⎯ (ক) ভাড়াটিয়া, ইজারাদার, দখলদার বা কোন স্থান দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, জানিয়া-শুনিয়া উক্ত স্থান বা এর কোনো অংশবিশেষ পতিতালয় হিসাবে ব্যবহার করিবার অনুমতি প্রদান করিলে; অথবা (খ) কোন বাড়ির মালিক, ইজারা-দাতা অথবা জমির মালিক অথবা উক্ত মালিক বা ইজারা-দাতার কোন প্রতিনিধি উক্ত বাড়ি অথবা উহার কোন অংশবিশেষ পতিতালয় হিসাবে ব্যবহৃত হইবে তাহা জানা সত্ত্বেও উক্ত বাড়ি বা জমি ভাড়া প্রদান করিলে; তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর এবং অন্যূন ৩ (তিন) বৎসর সশ্রম কারাদন্ডে এবং অন্যূন ২০ (বিশ) হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন। এবং

উক্ত আইনের ১৩ নং ধারায় বলা হয়েছে, কোন ব্যক্তি রাস্তায় বা জনসাধারণের ব্যবহার্য স্থানে অথবা গৃহ অভ্যন্তরে বা গৃহের বাহিরে পতিতাবৃত্তির উদ্দেশ্যে মুখের ভাষায় বা অংগভঙ্গি করিয়া বা অশালীন ভাব-ভঙ্গি দেখাইয়া অন্য কোন ব্যক্তিকে আহবান করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসর সশ্রম কারাদন্ড অথবা অনধিক ২০ (বিশ) হাজার টাকা অর্থদন্ডে অথবা উভয় দন্ডে হইবেন।

সর্বোপরি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ এর ৫৭ ধারা কল গার্ল ঢাকা পেইজে উল্লেখিত প্রচারণামূলক কার্যক্রমসমূহ আইনগতভাবে অপরাধ এবং অপরাধীর সশ্রম কারাদণ্ড ও জরিমানার বিধান করেছে। উক্ত ধারায় বলা হয়েছে যে, (১) কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েব সাইটে বা অন্য কোন ইলেক্ট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানী প্রদান করা হয়, তাহা ইহলে তাহার এই কার্য হইবে একটি অপরাধ৷ (২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন অপরাধ করিলে তিনি ১[ অনধিক চৌদ্দ বৎসর এবং অন্যূন সাত বৎসর কারাদণ্ডে] এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন৷

ইদানিং প্রায়শ ফেসবুক এ ব্যক্তির প্রতি অবমাননাকর বা অশ্লীল প্রচারণার জন্য অনেক ব্যক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের, গ্রেফতার, এমন কি বিচারান্তে শাস্তি প্রদানের কথা শোনা যায়। যার অধিকাংশের বিরুদ্ধে আবার উক্ত ধারার অপপ্রয়োগের অভিযোগ রয়েছে। সরকার সাইবার অপরাধ দমনের জন্য পুলিশের বিশেষ ইউনিট গঠন এবং নিয়মিত ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া মনিটরিং করছে। তারপরও গত জুলাই মাস থেকে কল গার্ল ঢাকা নামক পেইজটি প্রশাসনের নাকের ডগায় নিয়মিত প্রকাশ্যে তাদের আশ্লীল প্রচারণা চালিয়ে যাচ্ছে কোন প্রকার বাঁধা ছাড়াই।

প্রশাসন কি উল্লেখিত বিষয়টির ব্যাপারে অবগত নন। নাকি সব কিছু জেনেও উপরি পেয়ে চোখ বন্ধ রেখেছে। যদি তাই করে থাকে অথবা নাই করে থাকে, তবে প্রশাসনের এখনই উচিত হবে কল গার্ল ঢাকা’র কার্যক্রম আরো ব্যাপকভাবে প্রসারের আগেই উক্ত অপরাধমূলক কাজের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। অন্যথায় আপনি আমি সবাই তাদের এই হীন্য অপরাধের শিকার হব। তখন আর চাইলেও করার কিছু থাকবে না।

আপডেট (১৩/১০/১৬, রাত: ৯:০০মিনিট)
লিখাটি প্রকাশিত হবার পর কল গার্ল ঢাকা পেইজে ব্যবহৃত যোগাযোগের মোবাইল নাম্বারটি (০১৮২৫১৩৮৮১২) বন্ধ রয়েছে।

আপডেট (১৪/১০/১৬ দুপুর ১:০০ মিনিট)
লিখাটি প্রকাশিত হওয়ার পর "Home sex service in Ctg & Dhaka' নামক পেইজ, যার যোগাযোগের ঠিকানা কক্সবাজার, চট্রগ্রাম ৪৭১০, মোবাইল নং-০১৮৩৯৯৮৪১১১ থেকে আমার ফেসবুকে মেসেজ করে জানায় যে তারা মাসে ২ লাখ টাকা প্রশাসনকে দিয়ে এই ব্যবসায় পরিচালনা করছে। যদিও কাকে কাকে এই টাকা প্রদান করে তা বলতে অস্বীকার করে।




তাছাড়া, তারা হোম সেক্স সার্ভিস বৈধভাবেই পরিচালনা করছে বলেই মনে করে। পাশাপাশি, এই সার্ভিসের আন্ডারে ৩০ জন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়ে কাজ করে মাসে ৩০-৪০ হাজার টাকা ইনকাম করছে। অথচ আমার মত একজন সমাজ সচেতন মানুষ তাদেরকে ১৫ হাজার টাকার চাকুরী দিতে পারব না। তাছাড়া, আমার মত লোকজন নিজের পেট ভড়ানোর জন্য অন্যের দালালী করে বেড়াই বলে উক্ত সার্ভিস পরিচালনাকারী সংশ্লিষ্ট ব্যক্তি হুমকি প্রদান করে।




আপডেট ( ১৫/১০/২০১৬)
Home sex service in Ctg & Dhaka পেইজটি আজ থেকে বন্ধ পাওয়া গেছে।

কল গার্ল ঢাকা পেইজটি থেকে সব কন্টেন্ট রিমুভ করেছে!
https://web.facebook.com/Call-Girl-Dhaka-1063554653725272/

আজ ফেসবুকে খুঁজতে গিয়ে ১ ডজনেরও বেশী পেইজ পেয়েছি যারা ফেসবুক ব্যবহার করে নিয়মিত ঢাকাসহ সারাদেশে এস্কর্ট সার্ভিস এর নামে যৌন ব্যবসার প্রচারণা চালিয়ে যাচ্ছে! তাদের দু' চারটির নামসহ লিঙ্ক প্রদান করলাম যাতে প্রশাসন খুব সহজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে পারে।

Members of Male & Female Escort Agency for girls and ladies
https://www.facebook.com/businessforservice/



Sex in Dhaka
https://www.facebook.com/Sex-in-Dhaka-925133247575680/
Ridoy khan, Spa Escort Service Team, Uttara,Dhaka-1230, mobile number +8801955699149, 01734971408, E-mail :- [email protected] . [email protected]




Bonobithi Kendro
https://www.facebook.com/bonobithi.kendro
Hot line 01631148462



Dhaka Escotrs Limited
https://www.facebook.com/Dhaka-Escotrs-Limited-797918566988901/



Khulna Call Girl Service Khulna R/a
https://www.facebook.com/Khulna-Call-Girl-Service-Khulna-Ra-1635553860089921/
মোবাইল: 01910 126647



Bangladesh Escort agency
https://www.facebook.com/independentcallgirlbd/
+8801770301090 or [email protected]



Dhaka Hot Girls
https://www.facebook.com/dhakahotcallgirls/
Md Ron Khan, Cell +8801770301090, Email: [email protected], Web: http://dhakaescort.my-free.website/



BD Call Girl Escort Service in Dhaka Gulshan, Banani, Baridhara
https://www.facebook.com/BD-Call-Girl-Escort-Service-in-Dhaka-Gulshan-Banani-Baridhara--1102154216506875/



Cute Call girl Dhaka
https://www.facebook.com/Cute-Call-girl-Dhaka-177939875878336/
০১৭৮২৬৬৪৬১৮ এডমিন,রাজ,এবং,লিয়া




Call girl wanted in Dhaka
https://www.facebook.com/callgirlwantedindhaka/



Home call girl provider in dhaka
https://www.facebook.com/Home-call-girl-provider-in-dhaka-476813602522714/



Call Boy in Dhaka City
https://www.facebook.com/Call-Boy-in-Dhaka-City-1543048752669318/



ভাইয়ের মাল সরষ
https://www.facebook.com/ভাইয়ের-মাল-সরষ-1175884115816921/
০১৭৭৬৮৫৪৫৬৯, 0172360451



আপডেট (২৩/১০/২০১৬):
ফেসবুকে শুধু পেইজ বা গুপ খেলেই নয়, অনেকে নিজস্ব নামে আকাউন্ট খুলে প্রকাশ্যে যৌন ব্যবসার আহবান করছে। যদিও এই লিখাটি প্এরকাশের পর কিছু কিছু ফেসবুক পেইজ ও গ্রুপ বন্ধ হয়ে গেছে এবং কিছু কিছু ফোন নাম্বারও বন্ধ দেখা যাচ্ছে তারপরও কর্তৃপক্ষের নিকট আবেদন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুন এবং আগামী প্রজন্মকে সুন্দর ও সুস্থভাবে বেড়ে উঠতে সহায়তা করুন:

Nusrat Nowrin Priya
https://www.facebook.com/nusratnowrin.priya



Muskan Mahi
https://www.facebook.com/muskan.mahi.7583



Nila Nimmi
https://www.facebook.com/nila.nimmi.90




Bristy Islam Lisa
https://www.facebook.com/bristy.islamlisa



Maria Hossain
https://www.facebook.com/maria.hossain.5243817



Chayachobi
https://www.facebook.com/profile.php?id=100011681816506



Mona Anylisa
https://www.facebook.com/monalisarima123



Phone Sex 18+
https://www.facebook.com/phonesex18plus/



Tonmoy Khan
https://www.facebook.com/tonmoy.spa.1




Robin Hott
https://www.facebook.com/robin.hott.58



Shahain Khan
https://www.facebook.com/shahin.khan.kk



Allen Dewan
https://www.facebook.com/allen.dewan




Israt Zahan Moni

https://www.facebook.com/profile.php?id=100006202547140
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/saiko_tbihr/saiko_tbihr-1477211754-df1f47f_xlarge.jpg


আপডেট (২৪/১০/২০১৬)

আইনের ব্যাখ্যাঃ
অনেক সময় আমদের মনে প্রশ্ন আসে যে জোড় পূর্বক পতিতা বৃত্তিতে বাধ্য না করলে তা অপরাধ হবে কেন? সেক্ষেত্রে ভিক্টিমের সম্মতির পিছনে কি কি ফ্যাক্টর কাজ করে তা অনেক বেশী বিবেচ্য বিষয়।

প্রতারণার মাধ্যম নিয়োগ করায় যে প্রশ্ন সামনে এসে পড়ে তা হলো, ভিকটিম নিজেকে পাচারের জন্য সম্মতি দিয়েছিলেন কি না? এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে:
১। আন্তর্জাতিক আইন অনুসারে, একজন ভিকটিম নিজেকে নির্যাতিত হতে সম্মতি দিতে পারেন না;
২। আইনে ‘সম্মতি’ শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো - কারও কোনো প্রস্তাবে সম্পূর্ণরূপে তথ্য পাওয়ার পর একজন প্রাপ্তবয়ষ্ক ব্যক্তির স্বেচ্ছায় এবং ভালোভাবে জেনেশুনে সম্মতি দেয়া;
৩। একজন ভিকটিম যেহেতু প্রতারণার শিকার হয়ে পরিস্থিতি সম্পর্কে পূর্ণ তথ্য পান না তাই তিনি সম্মতি দিতে পারেন বলে ধরে নেয়া যাবে না;
৪। একজন ভিকটিমকে সম্মতি দেয়ার জন্য বাধ্য করা যাবে না বা নির্যাতনে সম্মতি না দিলে তাকে ক্ষতি করার ভয় দেখানো যাবে না;
৫। সুতরাং, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হওয়ার সুযোগ নেই যাতে একজন ভিকটিম নিজেকে নির্যাতনের জন্য সম্মতি দিতে পারেন।

আলোচ্য বিষয়গুলির অর্থ হল, প্রতারণার মাধ্যমে নিয়োগ পাওয়া ভিকটিম পাচারের জন্য সম্মতি দিয়েছেন বলে গণ্য করা যাবে না। কারণ:
১। একটি অপরাধমূলক পরিস্থিতিতে নির্যাতিত হওয়ার জন্য সম্মতি দেয়া আইনগতভাবে সম্ভব নয়।
২ পাচারকারীরা কী উদ্দেশ্যে ভিকটিমকে ব্যবহার করবে সে সম্পর্কে সমস্ত তথ্য ভিকটিমকে দেয়া হয় না। সেকারণে, ভিকটিম ভালোভাবে জেনে ও বুঝে সম্মতি দিয়েছেন তা বলা যাবে না।

আবার অনেক সময় আমাদের মনে প্রশ্ন যাগে যে শারীরিকভাবে বাঁধা না দেয়ার পরও আরও বেশী সংখ্যায় ভিকটিম পালিয়ে যাচ্ছেন না কেন?

এই প্রশ্নের উত্তর দিতে হলে পাচারকারীরা নিয়ন্ত্রণের জন্য যেসকল পদ্ধতি ব্যবহার করে তার অনেকগুলোর মধ্যে সেক্স ট্রাফিকিং এর ক্ষেত্রে নিম্নদুটি বিষয় খুব বেশী গুরুত্বপূর্ণঃ

আসক্তি - পাচারকারীরা ভিকটিমকে মাদকাসক্ত করে তোলার মাধ্যমে বর্তমান পরিস্থিতি মেনে নিতে বাধ্য করে। ভিকটিম দৈনন্দিন নির্যাতনের বাস্তবতা ভুলতে মাদক ব্যবহার করতে চাওয়ার কারণে এই কৌশল প্রয়োগ করা হয়। পাচারকারীরা এই প্রবণতাকে উৎসাহিত করে তাদের প্রতি ভিকটিমকে নির্ভরশীল করে তোলে।

বিব্রতকর বাস্তবতা প্রকাশ করে লজ্জা দেয়ার হুমকি - এই কৌশলটি মূলত যৌন পাচারের শিকার ভিকটিমের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে এর ব্যতিক্রমও লক্ষ্য করা যায়। প্রতারণার মাধ্যমে পতিতাবৃত্তিতে বাধ্য করা হলেও ‘অধিকাংশ দেশেই পতিতাবৃত্তিকে কলঙ্কজনক মনে করা হয় এবং ভিকটিম একে লজ্জাজনক মনে করে। পাচারকারীরা এই লজ্জার অনুভূতিকে কাজে লাগায় এবং তাদের এই বিব্রতকর বাস্তবতার কথা পরিবার, বন্ধু বা সাধারণ মানুষকে জানিয়ে দেয়ার ভয় দেখিয়ে ভিকটিমকে তাদের শর্ত মানতে বাধ্য করে।

এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রতারণার আশ্রয় নিয়ে ভিকটিমকে নিয়োগ দেয়ার জন্য অন্যান্য নির্যাতনের ক্ষেত্রেও এই কৌশল প্রয়োগ করা হতে পারে। এই কৌশলটিতে সফল হবার কারণ হল মানুষ সাধারণত অন্যের দৃষ্টিতে বোকা প্রমাণিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং তাদের যে ধোঁকা দেয়া হয়েছে এই বিষয়টি পরিবার, বন্ধু বা সাধারণ মানুষ জানতে পারলে তারা লজ্জা পায়।

ট্রাফিকিং/সেক্স ট্রাফিকিং সম্পর্কে যদি কেউ আরো বেশি জানতে আগ্রহী হয়ে থাকেন তবে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে পর্যায়ক্রমে পুলিশ, প্রসিকিউটর, জজ ও ম্যাজিষ্টেট, লিগ্যাল এইড অফিসার, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের ট্রাফিকিং সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করছি। বিস্তারিত জানতে ভিজিট করুনঃ Click This Link

অনলাইনে যৌনব্যবসার প্রচারনার আড়ালে সেক্সট্রাফিকিং পরিচালনাকারী আরো কিছু লিঙ্ক নিম্নে প্রদত্ত হলোঃ

http://www.bdcallgirlservice.com/
http://www.cityoflove.com/en/bangladesh/dhaka/default.aspx
http://dhakaescortservice.com/sex-in-our-flat-near-mascot-plaza-uttara/
http://www.bangladesh-escorts.com/our-services-and-pricing.html
http://bangladesh.backpage.com/FemaleEscorts/
http://dhakaescort.mywebzz.com/
http://www.bdescorts.com/
http://dhaka-escorts.escortbook.com/
http://bangladesh.escortbook.com/
https://www.linkedin.com/in/bangladeshiescort
http://www.sexyescortads.com/escorts/female/bangladesh/
https://www.youtube.com/watch?v=x7G6UrFdvtA
https://www.youtube.com/watch?v=hcSLIflVufA
http://bangladeshescort.provider-sites.com/home
http://bdescortservice.tumblr.com/
http://dhaka.locanto.com.bd/Escorts/20905/
http://bdescortservice74.blogspot.com/
http://bd-escorts.com/
https://vk.com/id253267691
https://www.facebook.com/BD-Escort-Service-133475636838718/
https://www.facebook.com/pages/Escort-service-All-over-Bangladesh/367725513430207
http://bdescorts.club/
https://www.instagram.com/explore/locations/1016936379/
http://ridoyuttara.blogspot.com/2015/09/dhaka-escort-service-provider-mr.html
http://bangladeshescort.tumblr.com/
http://solutionsbd.blogspot.com/2011/11/escort-service-in-dhaka.html
http://bd.viadeo.com/en/profile/mithun.mahfuz.shan
https://www.gigololist.com/dir/bangladesh/dhaka
http://www.bangladeshigirls.net/bangladeshi-call-girls-services-dhaka.html
http://eventerbee.com/event/bangladesh-escort-service-development-project-2016,482916528563866
https://bdescort.wordpress.com/
https://escort.cybo.com/BD/moghbazar/escort-services/
https://etrigg.com/location/call-boy-service-bangladesh-male-escort-road-44-opposite-wonderland-park-gulshan-avenue-gulshan-2-1212-dhaka-bangladesh/3994703/
http://bangladeshescorts.wixsite.com/dhaka/escort-gallery
http://bangladeshescort.my-free.website/
https://bangladesh.worldplaces.me/view-place/31621956-bd-escort-service--.html
https://massagerepublic.com/male-escorts-in-dhaka
http://escortbd2000.blogspot.com/2015/09/escort-service-bd_89.html
http://ridoyuttra.blogspot.com/2016/07/bd-escort-girls-adult-sex-enjoy-fucking.html
https://twitter.com/dhakasexyescort
http://dhakaescort.dudaone.com/services
https://metavideos.com/facebook/178022529206149
http://bangladeshescort.sitey.me/
http://www.worldescortindex.com/escorts/bangladesh/
http://www.dailymotion.com/Escortservice-Bangladesh
http://bangladeshresult.com/best-10-place-honeymoon-bangladesh/
http://thaiescort.jimdo.com/
http://www.bdcallgirl24.net/
https://www.flickr.com/photos/123569280@N02/
https://www.surveymonkey.com/r/XBHW8CM
https://www.pinterest.com/pin/266134659207079241/
http://www.sex-maps.com/bangladeshi-bd-escorts/
http://bd.servicio-x.com/bdx/index.jsp

অনলাইনে যৌন ব্যবসার প্রচারনার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন মাধ্যমে কিছু প্রবাদ মূলক লিখা পড়তে ভিজিট করুনঃ

কলগার্লদের এসকর্ট সার্ভিস , পতিতাদের ভদ্রতার মুখোশ

ডিজিটাল কলগার্ল দিয়ে রমরমা ব্যাবসা !

জমজমাট সেক্স বিজনেজ এখন ফেসবুকে!

ঢাকায় ৪ ক্যাটাগরির কলগার্ল!

বড় বড় হোটেল ও হোম সার্ভিসে ভিআইপি মেয়েদের যৌন ব্যবসার কথা!

দেশের আইন ভঙ্গ করে সংখ্যা বাড়ছেঃ এস্কর্টদের বিশ্ব জুড়ে এখন এস্কর্ট বিজনেস: পিছিয়ে নেই পুরুষ এস্কর্ট সার্ভিস

অনলাইন যৌন ব্যবসার ৯০ ভাগ দখলদার রন খান!

ফেসবুকে যৌন ব্যবসার রমরমা প্রচারণা: প্রশাসন কোথায়?

এবার ঘন্টা চুক্তিতে ঢাকার তরুণীদের ফোনসেক্স!

[link|http://www.bdsomoy24.com/archives/5795|ফেসবুকে বাংলাদেশি সেক্স’ ব্যবসা!

ঢাকায় অনলাইনে যৌন ব্যবসার ফাঁদ!

অনলাইনে যৌনতা বিক্রির দিকে বেশি ঝুঁকছে যৌনকর্মীরা!

এসকর্ট গার্ল থেকে মাদক... সবই অনলাইনে

রাজধানীতে ডিজিটাল পদ্ধতিতে রমরমা যৌন ব্যবসা (ভিডিওসহ)

হোম সার্ভিসে ভিআইপি যৌন ব্যবসা

ছুটির দিনে রাজধানীতে ইউনিভার্সিটি ও কলেজ মেয়েদের যৌন ব্যবসা নিয়ে একটি প্রতিবেদণ

বৈধ কাগজ দেখিয়ে যৌন ব্যবসা!

বাংলাদেশের যৌনব্যবসা ও যৌনকর্মীরা

[link|http://banglabhumi24.com/?p=4245|ডিজিটাল যৌন ব্যবসার কিছু অজানা কথা

আপডেট (৯/১১/১৬)

এই লিখাটিতে উৎসাহিত হয়ে এবং এই লিখাটিকে রেফেরেন্স হিসাবে ব্যবহার করে দৈনিক যুগান্তর গতকাল ৮/১১/২০১৬ ইন তারিখে তাদের প্রতিমঞ্চ পেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ছে অসামাজিক কর্মকাণ্ডশীর্ষক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
১৪৯টি মন্তব্য ১৪৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সমসাময়িক চিন্তা ও পাশের দেশের অবস্থা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩৩

পাশের দেশের মি শুভেন্দু বাবু যেভাবে চিন্তা করেন, তাতে তাদের দৈনত্যাই প্রকাশ পায়! অথচ বহু বছর আগেই তাদের জ্ঞানী ব্যক্তিরা আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। যাই হোক, এই সবকিছুই থেমে যাবে,... ...বাকিটুকু পড়ুন

অনধিকার চর্চা নয়, শান্তিরক্ষি ভারতে প্রয়োজন

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৫

বাংলাদেশে একজন রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত এবং ইসকন সংগঠন থেকে বহিঃস্কৃত ধর্ম প্রচারক বিতর্কিত চিন্ময় কৃষ্ণ দাস, তার মুক্তির জন্য প্রতিবেশী দেশ ভারতের এক শ্রেণীর জনগণ যেভাবে ক্ষেপে উঠেছে, তাতে মনে... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। আমরা উকিলরা কেউ চিন্ময়ের পক্ষে দাঁড়াবো না , না এবং না

লিখেছেন শাহ আজিজ, ০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২




সাবাস বাংলাদেশের উকিল । ...বাকিটুকু পড়ুন

আগরতলায় হাইকমিশনে হামলা কাকতালীয় না কি পরিকল্পিত?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩২

গতকাল (২ ডিসেম্বর) ভোরে আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভের পর ন্যাক্কারজনকভাবে আক্রমণ করে। বিভিন্ন তথ্যে চূড়ান্তভাবে প্রমাণিত যে বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের... ...বাকিটুকু পড়ুন

আমাদের সাথে যুদ্ধ করে ভারত লাভবান হবে বলে মনে করি না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১০



আমাদের দেশে অনেক মুসলিম থাকে আর ভারতে থাকে অনেক হিন্দু। ভারতীয় উপমহাদেশে হিন্দু-মুসলিম যুদ্ধে মুসলিমদের সাফল্য হতাশা জনক নয়। সেজন্য মুসলিমরা ভারতীয় উপমহাদেশ সাড়ে সাতশত বছর শাসন করেছে।মুসলিমরা... ...বাকিটুকু পড়ুন

×