![]()
শায়মা আপু, শায়মা গো-
কত্ত কিছু রান্না করে একলা একলা খায় মা গো!
মোরগ পোলাও, বিরিআনী, চাইনজি বা স্যুপ,
ঘরে বসে খাবে, তখন মুখটা থাকবে চুপ।
বলবে না, ভাই কে কে আছিস দাওয়াত দিলাম আয়!
আল্লাহ জানে আপুনিটা কেমনে এসব খায়!!
এটা বানায়, সেটা বানায়, হাতের কাজে পটু,
খেয়েদেয়ে মাশাল্লাহ সে হচ্ছে মটু সটু!
কাচ্চা বাচ্চা পছন্দ তার থাকে তাদের সাথে,
সবাই যখন ঘুমায়, সে ফ্রিজ খুলবে অনেক রাতে।
অন্ধকারে যা-ই পাবে টপ টপা টপ টপ,
মিস্টি, রাবরি, সন্দেশ, পেয়াজু, বেগুণী আর চপ।
লুকিয়ে রোজ আচার খাবে, খাবে প্রাণের জেলি,
আমি যদি চাই একটু, বলে, 'যা যা গেলি!'
তার পার্সে টাকার বদলে থাকে বাদাম ভাজা,
অবসরে খায় হয় হজমোলা নয়তো তিলের খাজা।
রাতে যখন ঘুমিয়ে যাই, স্বপ্নলোকে গেলে,
দেখি আপু আমার মুখে খাবার দিচ্ছে ঠেলে।
আমি বলি আর খাবো না, পেট হয়েছে ফুলা,
উঠে দেখি বালিশটা নাই, আমার মুখে তুলা।
রফিক এরশাদ
কিছুদিন আগে রফিকভাইয়া আমাকে ছড়ায় ছড়ায় ভীষন খোঁটা দিলো। আমি নাকি একা একা খাই। আমি নাকি কাউকে দাওয়াৎ দেইনা। আমি নাকি পেটুক, আমি নাকি মটু, আমি নাকি কিপটা, আমি নাকি .... আমি নাকি ...... আরো কত কি!!!!!!!!!!!!!!
তাই আজ সারাদিন নান্না বান্না করে সবাইকে খাওয়ালাম।
![]()
রফিকভাইয়া চেয়েছিলো একটু খানি খেতে
একটুখানি ঝোল কিংবা বাসন চেটে খেতে।
তাই তো আমি এনে দিলাম মাংস হাড়ি ভরা
এইবার খাও পেটুকভাইয়া ঝাল কিন্তু কড়া।
![]()
শতদ্রু
শতদ্রু নদী থেকে এনে পাবদা মাছ
রেঁধে দিলাম মজা করে ফেলে সকল কাজ,
টমেটো আলু ঝুরি দিয়ে একটু ধনে পাতা
এইবার খাও ভাইয়া তুমি খেওনা আর আমার মাথা।
![]()
রাজকুমার
রাজকুমারের জন্য আগেই রেঁধেছি মালাইকারী
ভাইটা আমার রাজার কুমার লক্ষী ভীষন ভারী।
গলদাচিংড়ির দই কোরমা কালকে খেও ভাই
কাউকে যেন ডেকোনাকো আর কিন্তু নাই।
![]()
ইপ্সিতা
ইলিশমাছের টুকরো দিয়ে সাথে পালং শাক
একটু খানি রেখে দিলাম হাম্বাটাও পাক
দেবো নাকি সাথে একটু টক কাগজীলেবু
মজা করে খাও এবার আমার ইপ্সিবাবু।
![]()
সোনাবীজভাইয়া
কঁচুশাকের ভর্তাটা অনেক মজা করে
রেঁধেছি আজ ভাইয়া তুমি খাও পরান ভরে
ভাবীর মতন ইলিশ পোলাও রাঁধতে পারিনা
আমারটাও তাই বলে খুব খারাপ কিন্তু না।
![]()
ইশিফিশি ইকবালভাইয়া
তোমার জন্য ডাল
শিখিয়ে দিলাম ভাইয়া এবার খাও এক থাল
কাঁচা মরিচ দিয়ে কিংবা শুকনামরিচ ডলে
ঝাল লাগবে আগেই আমি দিচ্ছি কিন্তু বলে।
![]()
![]()
আবদুল হাকভাইয়া তোমার জন্য নিহারী
পরোটা আর সালাদ দিয়ে খাও তাড়াতাড়ি।
![]()
উধাও ভাবুক
চিকেন কাবাব, আলু চপ আর শামি কাবাব দিয়ে
উধাও ভাইয়া খাও এখুনি পরীর দেশে গিয়ে ।
![]()
![]()
![]()
জেন রসি
স্প্রিংরোল, কাবাব আর জর্দা খেতে মজা
সাথে খেও হালুয়া আর ফুলকপি শাহী ভাজা।
![]()
![]()
কাবিলভাইয়া
লক্ষী তুমি কেক পেস্ট্রী পুডিং
খাও এখনি গাও আর নাচো তা ধিন ধিনা ধিন।
![]()
![]()
![]()
মনিরা আপু
মাছ ভাজি খাও, খাও মগজ ভুনা
দোপেয়াজা কলিজাটাও খেতে ভুলোনা।
![]()
![]()
![]()
![]()
গিয়াস লিটন
ডোনাট, লুচি, দই পরোটা, দই বড়া কাস্টার্ড
ভাইয়া তুমি খানা পিনা এবার করো স্টার্ট।
![]()
চাঁদগাজীভাইয়া
ভাইয়া তোমার জন্য মজার বড়ি দিয়ে মাছ
রেঁধেছি খাও কতই মজা দেখো তুমি আজ ।
![]()
![]()
![]()
![]()
বিদ্রোহী বাঙ্গালীভাইয়া
আলুভর্তা, কচুশাক আর সঙ্গে পাতুরি
বাঙ্গালীখানা তোমার জন্য খাও তাড়াতাড়ি।
![]()
![]()
সুমন কর
মার্বেল কেক, চকলেট কেক ভাইয়া তুমি খাও
এবার বলো আরও কি কি খেতে তুমি চাও?
![]()
![]()
![]()
কলমের কালি শেষ
ডিমের কারি, টুনা কাবাব আরও মোগলাই
কলমভাইয়া এসব ছাড়াও আর কিছু কি চাই?
![]()
নীল দর্পণ
নীলুমনি তোমার জন্য হাড়িকাবাব হাড়ি
বানিয়েছি আজকে তোমার দাওয়াৎ আমার বাড়ি।
আবু শাকিল
ডিমের হালুয়া খাও আমার ভাইয়া আবু শাকিল
মিষ্টি বেশি বলে যেন দিওনা আবার কিল।
![]()
তুষার কাব্য
ভাইয়া তোমার জন্য গরুর লাল টকটক ঝাল
মিষ্টি কোরমা চিকেন দিয়ে বানিয়ে দেবো কাল।
![]()
বিদগ্ধ
টক ঝাল আর মিষ্টি দিয়ে নিজের রেসিপি
চিকেন কারির এ আইটেমটা নিজেই বানিয়েছি।
![]()
নিসঙ্গ গ্রহচারী
ঝুরা মাংস আর পরোটা ভীষণ মজা লাগে
ভাইয়া তুমি চুপি চুপি খাও সবার আগে।
![]()
এহসান সাবির
ভাইয়া তোমার জন্যে আছে রোস্ট মাংস পোলাও
সালাদ আছে, কোরমা আছে আর কি তুমি চাও?
![]()
আহমেদ জি এস
ভাইয়া দেখো রঙ্গিন রঙ্গিন কত্ত মজার খাবার
রঙধনু রঙ সাত রঙেতে সাজিয়ে দিলাম এবার।
![]()
খাঁচার পাখি
ভাইয়া তুমি ফ্রুট কাস্টার্ড মজা করে খেও
কেমন হলো খেয়ে দেয়ে একটু বলে যেও।
সবাই খানা পিনা করুক!!!!!!!! অনেকদিন আর নান্না বান্না করতে পারবোনা। আমি অনেক অনেক বিজি আছি এবং থাকবো কাজেই .........টুন টুন টুন .....
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



