আর প্রায় একযুগ পর দেশে হয়ত আর কোন মুক্তিযোদ্ধাই থাকবে না। তাই মুক্তিযোদ্ধাদের সেলুলয়েডের ফিতায় বন্দি করার জন্য কাজ করে যাচ্ছে ছোট্ট একটা দল। নাম " সেক্টর ১২" । প্রায় ২ বছর আগে আমরা ময়মনসিংহের হালুয়াঘাট গিয়েছিলাম 'গারো' মুক্তিযোদ্ধাদের খোজে। যারা বাঙ্গালী যোদ্ধাদের কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করেছেন। তারই কিছু ছবি ব্লগ দিলামঃ-
১) মুক্তিযোদ্ধাদের নামিয় তালিকাঃ

২) একজন গারো মুক্তিযোদ্ধা। নাম তুষার চিসিমঃ-

৩) তুষার চিসিম ইন্টারভিউ দিচ্ছেনঃ-

৪) মুক্তিযোদ্ধা মনিক চিসিমঃ-

৫) আহ! কি অপূর্ব হাসি একজন মুক্তিযোদ্ধারঃ-

৬) আমাদের সাথে কয়েকজন মুক্তিযোদ্ধা। পেছনে মেঘালয় পাহাড়।

৭) অনেকদিন পরে আমাদের পেয়ে যেন দীর্ঘদিনের পুঞ্জিভুত ক্ষোভ আর হতারা কথা বলছিলাম একজন মুক্তিযোদ্ধা।

৮)কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করেছেন বাঙ্গালী ও গারো মুক্তিযোদ্ধারা। সবার সাথে গ্রুপ ছবি।

৯) এবার আমাদের বিদায়ের পালা।

সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




