কাঠের বাংলো বাড়ী
চারপাশে ঘন জঙ্গল । এমন জায়গার কথা শুধু বুদ্ধদেব গুহর বইতেই পড়েছিলাম।
যেদিকেই তাকাই সবুজ আর সবুজ।
পুরো জায়গাটাই জঙ্গল মহাল
খাবার ঘর
আমার মেয়ে। সকালে ঘুম থেকে উঠার পর।
'শান্তিবাড়ী'
'শান্তিবাড়ীর' আরো একটা ছবি দিলাম।
সন্ধ্যা ঘনাইয়াছে বনে বনে
পথিক তুমি পথ হারিওনা
চা বাগানের উপরে । একটা উপতক্যার মত জায়গা।
আহা 'শান্তি বাড়ী' , আহা এই জঙ্গল মহাল। ভালবাসি তোমাকে।
এই বছরের মার্চে গিয়েছিলাম শ্রীমঙ্গল। রাধানগরের 'শান্তিবাড়ী'তে আমরা থেকেছিলাম। তারি কিছু ছবি দিলাম ব্লগের বন্ধুদের জন্য।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫