বন্ধুত্ব হল পাগলামি করা
বন্ধুত্ব হল হাওয়ায় ওড়া,
বন্ধুত্ব হল চাঁদকে ছোঁয়া
বন্ধুত্ব হল এক সাথে গোল্ড লিফ খাওয়া,
বন্ধুত্ব হল হারিয়ে যাওয়া
বন্ধুত্ব হল মাতাল হওয়া,
বন্ধুত্ব হল অবাক হওয়া
বন্ধুত্ব হল কষ্ট পাওয়া,
বন্ধুত্ব হল sms পাওয়া
বন্ধুত্ব হল কান্না পাওয়া,
বন্ধুত্ব হল নিজের প্রিয়া ঠিক আমারই বন্ধুর হয়ে যাওয়া
বন্ধুত্ব হল নিজের আলোয় বন্ধুকে আলোকিত করা,
আবার সেই বন্ধুর আলো আমি কাছে গেলে নিভে যাওয়া
বন্ধুত্ব হল কথার ঝুড়ি,
বন্ধুত্ব হল সব কথার খেতা পুরি
বন্ধুত্ব হল সব কিছু বন্ধুকে বলা,
আবার সেই কথার জন্য বন্ধুর কাছ থেকে কষ্ট পাওয়া
বন্ধুত্ব মানে বন্ধুর সাথে বৃষ্টিতে ভেজা,
আবার আমার ভেজার সময় কাউকে খুজে না পাওয়া
বন্ধুত্ব হল হৃদয়ের মমতা,
আবার সেই মমতাকে বন্ধুর ভুলে যাওয়া
বন্ধুত্ব হল আমি কতো একা সেটা বোঝাতে তাদের সফল হওয়া,
আবার বন্ধুত্ব মানে আমার জন্য কারো কারো অন্তর পোড়া
বন্ধুত্ব হল একটা সাগরের মত,
হারানোর অনেক ভয় থাকলেও
কিছু কাছের মানুষের আশায় সাগর পাড়ি দেয়া,
আর “কোথাও কেও নেই” এই কথাটি ভুলে যা
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





