অামার খুব অাফসোস যে অামি লিনাক্স জানি না। সেই জন্য মাঝে মধে্য জীবনটা খুব শুন্য শুন্য
অাচ্ছা যাই হোক, তবে যারা জানেন তাদের জন্য হয়ত উপরের এই বইটা উপকারে অাসতে পারে। ছবি দেখে হয়ত বুঝতে পারছেন এই বইয়ের বিষয়বস্তু কি হতে পারে।
তারপরও সংহ্মেপে একটু বলে নেইঃ
অাপনি এই বই পড়ে হয়ত অাপনার বাসার ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইস গুলো অাপনার কমপিউটার থেকে কন্ট্রল করতে পারবেন। লিনাক্স জানা থাকার পাশাপাশি অাপনাকে সি প্লাস প্লাস, বেশ, পাইথন জানা থাকতে হবে। অাপনাকে হয়ত কিছু এপ্লায়েনস কিনতে হতে পারে। এবং বইটা লেখা হয়েছে যুক্তরাজে্যর পাঠকদের জন্য এবং সেখানকার ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসের কথা চিন্ত করে, সেহ্মেত্তে হয়ত অনেক বিষয় বাংলাদেশে ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইস গুলোর সাথে কমপ্যাটিবল নাও হতে পারে।
তারপরও চেস্টা করে দেখা যেতে পারে।
ডাউনলোডে কোন সমস্যা হলে জানাবেন। সাইজ হলঃ ১৯ মেগাবাইট।
হোম অটোমেশন উইথ লিনাক্স ই-বুক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


