ছড়া-০২ , ০৫ ও ৬।
ছড়া-০২
কা––কা কাকের ছানা
কাকের বাড়ি যা,
বাড়ি গিয়ে আচ্ছা মতন
মায়ের বকা খা।
মা––চেঁচাবেন তুই হারালে
কোথায় আছিস––ছেলে পুলে?’
সারা পাড়া মাথায় করে
সবার মাথা খা’।
-০৫
ঝলমলিয়ে চাঁদ উঠেছে
সোনা মণি কই?
সোনার মণি পড়তে আছে-
নিয়ে খাতা বই।
বইয়ের পাতা উল্টে শুধু
ছবির দেশে হায়:-
সোনা মণি উড়ে বেড়ায়
ঘুম জড়িয়ে যায়।
বন্ধ কর কলম-দোয়াত
ঘুম নামে চোখ জুড়ে,
দেখবে... বাকিটুকু পড়ুন