
প্রতি উত্তরের অপেক্ষায় গ্রীষ্ম পেরিয়ে -
উত্তরে হাওয়া বইছে অতৃপ্ত সুরে।
কাশবনের মাথাগুলো শুভ্র ফেনিল,
নেচে চলেছে অবিরত।
ওরা দুঃখ বিলাসে মত্ত ।
খেয়া নৌকার ঘাটে দেখা হবে বসস্তে,
নীল শাড়ির আঁচল ছুঁয়ে যাবে জল,
ছোট্ট ডিঙ্গি করে পেরোবো নদী।
রমনার বটমূলে শিশির মাড়িয়ে গেলে
ধুয়ে দিবে আলতা মাখা পা
কাঠ গোলাপ গুঁজে দিবো খোঁপায়
হাতে অপরাজিতার মালা
বেড়িয়ে আসবো দুর থেকে
যেখানে সওদাগরের ছিল বিচরণ
সারি সারি নৌকা বাঁধা ছিল ঘাটে
আজ শ্মশান প্রায় ভগ্নস্থুপ
বট গাছের ছায়ায় মুখরন থেমেছে
এখন একটানা শুকনো পাতার মর্মর ধ্বনি
স্বাক্ষী হয়ে জানান দেয় ইতি কথা

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


