দূরে কোথাও

যদি দেখ ল্যাম্প পোস্টের গায়ে রঙিন
অক্ষরে লেখা নিখোঁজ সংবাদ
কিংবা লেখা আছে সন্ধ্যান চাই
মনে রেখো ততক্ষণে হারিয়েছ
রহস্যের অতল গহ্বরে
যেখানে আমি আগন্তুক
অজানা এক পরিচয়
পোষ্টারের বাম পাশে অস্পষ্ট -
ছবিতে বিষণতার ছাপ স্পষ্ট না হলেও
কোথাও যেন বিষন্ন রাতের মত
নীরবতা ছুঁয়ে গেছে আজ
তোমার কাছে এ খবর পৌঁছাবে না... বাকিটুকু পড়ুন









