একাকিত্ব জীবন
অভিশপ্ত বিষধর সাপের মতো
নিজেকে গিলে খেতে চাই
ক্ষুধার্ত পেটে অশ্রু ডুকরে কাদলেও যেন -
ভিলেনের হুংকারের মত কানে আসে
এ পথে আসা যায়, ফেরা যায় না।
হা হা হা হা
নগর জীবন সোয়াডিয়াম বাতির মত
জন্ডিসে আক্রান্ত সর্ব দেহ,
না সাদা না টকটকে লাল
নিভে গেলে জোসনারা মুখ লুকায় ।
পাণ্ডুলিপি লিখবে বলে
কার্নিশে নব্য লেখকের পদার্পণ ।
বালিশ ভিজলো বলে
চিন চিন করে ব্যথা উঠে
বুকের বা পাশে
যেখানে অস্পষ্ট গোঙানির শব্দ
রাত গভীর হয় একটানা বাতাসের কম্পনে
তবু ঘুম নেই
পাকস্থলীর পোকাদের
বিজলীর আলোয় গলিতে দেখা
আবছায়া শরীরটা
শোরুমে প্রদর্শিত পুতুলের মত -
দেখে যায়, স্পর্শ করে যায় শত ক্রেতা,
তবুও অপেক্ষা অবসান ঘটে না
ঝাপসা চোখে পড়লে বৃষ্টির জল
মিলিয়ে যায় শহর অচেনা এক মোহে
স্বর্গীয় মদের গন্ধ ভেসে আসে
পুতুলের শরীরের খাঁজে
ক্লান্ত শরীর তীব্র যানজট নিরসনে ব্যর্থ
মনের কিংবা রাস্তার মোড়ে দীর্ঘস্থায়ী জট
মস্তিষ্কের ওজন বাড়িয়ে তোলে
তার ভারে নুয়ে পড়া স্নায়ু তন্ত্র
অবহেলিত এক একাকিত্ব অভিশাপ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


