
আমি বড্ড একঘেয়েমি পরিত্যক্ত ঠিকানা
চিঠি আসবে সে অপেক্ষায় সন্ধ্যা নামে রোজ
ডাকহরকরা ছূটবে হারিকেন হাতে,
ঘন্টার শব্দে জেগে উঠলে মধ্যরাতে-
ভাববো, এই বুঝি চিঠি এলো ডাকঘরে
নিউজপ্রিন্টের পাতায় লেখা গোটা গোটা অক্ষরে
মটরশুঁটির গল্প
রজনীগন্ধার গল্প
শীতল বাতাসে দোল খাওয়া টুনটুনির গল্প।
ঠিকানা ভুল করে কোন প্রেয়সীর চিঠি
কিংবা উত্তরের কোন এক বনলতা
লিখবে তাঁর হৃদয়ের স্পর্শে " কেমন আছো ?"
পরিত্যক্ত ঠিকানায় একদিন আসবে চিঠি
হলুদ খামে, দু টাকার ডাক টিকিট বসানো
তাতে লিখবে সে কাপা হাতে -
ভুল হলে ক্ষমা করো প্রিয়তম।
- সজল রহমান
১৪ই ডিসেম্বর ২০২৪
ঢাকা, বাংলাদেশ
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


