
বিষন্ন রাতে কবিতারা কথা বলে
গল্পকরে জোস্নার সাথে অবিরত
কাশবনের মাথাগুলো শুভ্র ফেনিল হয়ে
ঢেউ খেলে যায় দক্ষিণ হওয়ায়
জোনাকির আলো - অন্ধকারে
জেগে উঠে প্রাচ্যের শহর
হ্যালোজেনের আলো ক্রমশ বাড়ছে
রাত জাগা পাখি হয়ে ছুটছে মানুষ
দ্বিগবিদ্বিক। শ্মশানের নীরবতা ভেঙে
জেগে উঠলে দুটো কুকুর
থমকে যায় গতিপথ। এই শহরের
নীরব রাস্তাগুলো ভয়ংকর কালো
আলো হাতে কেউ দাড়িয়ে আছে দরজায়
ক্লান্ত ছেলে ফিরবে ঘরে ,
মরিচিকার ধুম্রজাল ভেদ করলেই জ্বলে উঠে -
ইলেকট্রিক বাতি। ঘুম ভাঙা স্বপ্নের মত
জঞ্জালে ভরা মিথ্যা কথার শহরে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


