মিরপুর বাংলা কলেজের সামনে থেকে বাসে উঠে বাসায় আসছিলাম । বাসের পিছনের দিকে ৫ টা ছেলে বসে বেশ জোরে জোরে গল্প করছিল । ওদের মুখের ভাষা শুনে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আন্দাজ করা যায় সহজেই । কন্ডাক্টর ভাড়া চাইতে এসেই ওদের কাছে একটা ধমক খেল । বলল, ঢাকা কলেজে নামবে, ভাড়া দিবে না । কন্ডাক্টর আকুতি জানালো, যে সামনে চেকার উঠবে । ওদের একজন বলল, ওরা চেকারের সাথে কথা বলবে । বাস কল্যাণপুর এলে চেকার আসল । ওদের একজন চেকারকে বলল, “ভাড়া নাই, ঢাকা কলেজে নাম্মু । ইফতার করতে গেছিলাম এক জায়গায় , তাই ভাড়া দিতে পারুম না” ।চেকার বেচারা কিছু বলতে যেতেই, আরেকজন বলল, “ওই ঢাকা কলেজের সামনে যাবি না, বাস ভাইঙ্গা দিমু । ঢাকা কলেজের ছাত্র আমরা” । চেকার আর কিছু না বলে চলে গেল ।
আমার সন্দেহ আছে এরা আসলেও ঢাকা কলেজের ছাত্র কিনা । অনেক বাসেই ছাত্রদের কাছ থেকে ভাড়া কম নেয়া হয় । কিন্তু তাই বলে বাস ভাঙ্গার হুমকি দিয়ে, অথবা ইফতারের মত পবিত্র একটা ব্যপারকে উছিলা বানিয়ে, কিংবা ছাত্রত্বের দোহাই দিয়ে মাগনা journey করা কোন দেশী স্টাইল ? আমার কিছুই যায় আসে না । কিন্তু তার পরও এ লেখা লিখতে ইচ্ছা করল । কারন আমিও একজন ছাত্র, রোজা রাখি । তাই এসব খচ্চরদের সহ্য করতে পারিনা । (যারা খচ্চর মানে জানেন না তাদের জন্য এই লিংক View this link )যারা তাদের ধর্মকে , ছাত্রত্বকে তাদের চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করে ।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১০ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




