ব্রড ইনসটিটিউট অব হার্ভাড এন্ড এমআইটির প্রধান গবেষক জানালেন তারা ফসিল রেকর্ড আর জেনেটিক প্যাটার্ন বিশ্লেষন করে উপনীত হয়েছেন এক বিশ্ময়কর উপসংহারে, আর তা হল মানুষ আর শিম্পাঞ্জীরা বিবর্তনে প্রজাতিগত ভাবে আলাদা হয়ে যাবার পরও প্রায় 1 মিলিয়ন বছর এক মিশ্রবংশবৃদ্ধি করে গেছে। এরপর তারা পুরোপুরি (সামাজিক, অবস্থান ইত্যাদি) ভাবে আলাদা হয়ে পড়ে।
হার্ভাড মেডিকেল স্কুলের জেনেটিসিস্ট ডেভিড রিচ বললেন "কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেছে এখানে"
দ্্বিপদী খাড়া হয়ে হাটা মানুষের পূর্বপুরুষ আর চারপেয়ে শিম্পাঞ্জীর মধ্যে মিশ্রবংশবৃদ্ধি নিয়ে শুরুতে সবাই সংশয় প্রকাশ করে। বিষয়টা এতই গুরুত্বপূর্ন যে এটাকে ভর করে মানুষের অস্তিত্ব ও বিবর্তন নিয়ে প্রচলিত তত্ত্বগুলোকে হয়তো বদলাতে হতে পারে কিছুটা।
হাইব্রিডের ঘটনা এই প্রথম না । কদিন আগে ক্যানাডায় গ্রীজলি আর পোলার ভালুকের হাইব্রিড পাওয়া গেছে। মানুষের মধ্যে এখন মনে হচ্ছে এমন হাইব্রিড থাকতে পারে, যাদের কিছুটা মানুষ আর কিছুটা শিম্পাঞ্জীর মধুর মিলনের ফসল।
দুটি প্রজাতি কতদিন আগে বিচ্ছিন্ন হয়ে গেছে তা জানতে ডিএনএর পার্থক্য বিশ্লেষন করা হয়। ধারনা করা হয় 5 থেকে 8 মিলিয়ন বছর আগে মানুষ আর শিম্পাঞ্জীরা আলাদা হয়েছিল।
এই যুগান্তকারী গবেষনাটি এখনও চলছে, বাকি আছে আরও অনেক তথ্যপ্রমানের। তবে মনে হচ্ছে চিড়িয়াখানায় গেলে শিম্পাঞ্জীর খাচায় ঢিল না মারাই সঙ্গত হবে, আফটার অল আত্মীয় তো...
[link|http://www.boston.com/news/science/articles/2006/05/18/humans_chimps_may_have_bred_after_split/|we
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




