দুটো রেফ্রিজারেটরের সমান র্যামাকই প্রথম সেকেন্ডারী স্টোরেজ ডিভাইস যা র্যান্ডম অ্যাকসেস সমর্থন করেছিল। এর আগে ব্যবহৃত হতো ধীরগতির সিকুয়েনশিয়াল টেপ।
এই 50 বছরে হার্ডডিস্কের ধারন ক্ষমতা বেড়েছে প্রায় 50,000 গুন! গিগাবাইটের যুগ শেষে টেরা বা পেটাবাইটের যুগে পৌছতে যে বেশী দেরী নেই সেটাও বলে দিয়েছেন গবেষকরা।
ছবিতে ল্যারি পেজ আর সের্গেই ব্রিন এর লেগো ব্লক দিয়ে তৈরি করা গুগলের প্রথম স্টোরেজ ডিভাইসটি দেখা যাচ্ছে। সেই সময় (1996) 4 গিগার উপরে হার্ডডিস্ক তৈরি হতো না, তাই বেশ ক'টা ড্রাইভ মিলিয়ে হাতে বানাতে হল এই স্টোরেজ ডিভাইসটি..
দ্্বিতীয় সারির ছবিতে দেখা যাচ্ছে 1956 সালের র্যামাক ডিভাইস
[link|http://www.magneticdiskheritagecenter.org/|AviI Rvb
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৬ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




