আমরা সবাই বাংলাদেশের নাগরিক। দেশকে নিয়ে গর্বে আমাদের বুক ফুলে যায়। নানা জনের নানা কারন থাকে। আপনার কারনটা কি? নাকি আপনি আমার মত একজন হতভাগা যে শত চেস্টা করেও বলার মত কোন কারন খুজে পায়না। মুক্তিযুদ্ধ আমাদের গর্ব। কিন্তু সে তো অনেক আগে আমার জন্মের আগেই হয়েছে। তাছাড়া মুক্তিযুদ্ধকে বিভিন্ন রাজনৈতিক দল নিজের সম্পত্তি বানানোর যে নগ্ন প্রতিযোগিতায় নেমেছে তা দেখে ব্যাপারটায় অরুচি ধরে গেছে। আমি বড় হবার পর একমাত্র বাংলাদেশ ক্রিকেট টিম ম্যাচ জিতলে গর্ব নিয়ে পতাকা নিয়ে লাফালাফি করা ছাড়া অন্য কোন সুযোগ পাইনি। কিছুদিন আগেও লোকজন গর্ব করে বলত,"ভাই বিদেশে সব পাবেন তবে আমাদের দেশের মত কালচার পাবেন না।" সেইসব লোকগুলো এখন চুপ করে গেছে নতুন প্রজন্মের ডিজুস কালচার দেখে, গ্রাম শহর সহ সব জায়গায় ইভটিজিং দেখে, পত্রিকায় পরকিয়ার কাহিনী দেখে। পাটের জিনোম সিকয়েন্স নিয়ে প্রথম আলোর লাফালাফির আগে বা পরে অন্য কোন সায়েনটিফিক ব্যাপার মনে পড়ে না। আমার এই লেখা আমার জন্মভূমিকে হেয় করার জন্য নয়। বরং সত্যকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাবার উদ্দেশে। অন্য কেও নয়, আমাদেরকেই কিছু একটা করতে হবে যেটা নিয়ে আমরা আর আমাদের সন্তানেরা গর্ব করতে পারে। লেখার এই অংশে এসে আমার হাউসমেট আমাকে জিগায় "কিছু একটা কিভাবে সম্ভব যেখানে আমাদের সবচেয়ে বড় আর আধুনিক শহরে ১ কিলোমিটার রাস্তা পার হতেই সময় লাগে ৪ ঘন্টা। দিনে করেন্ট থাকে ৫০% সময়ের কম।" আমি উত্তর দিতে গিয়ে চুপ করে গেলাম আওয়ামী লীগ বিএনপি বিতর্ক চলে আসবে এই ভয়ে।
** প্লিজ কেউ আমাকে দেশদ্রোহী বা রাজাকার প্রমান করে ভাব নেবার চেস্টা করবেন না। আমি জানি আমার দেশকে আমি কতটা ভালবাসি। ভালবাসার পাশপাশি মন থেকে গর্বও করতে চায়। সেই আশাই এই পোস্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




