চট্টগ্রাম স্টেডিয়ামে যেভাবে বৃষ্টির পানি জমছে.তাতে সেখানে আর ক্রিকেট খেলার আর দরকার নাই.
সেখানে পানি জমাইয়া গলদা চিংড়ির চাষ করা যাইতে পারে.এতে প্রচুর বৈদেশিক মুদ্রা মানে ভাংতি পয়সা পাওয়া যাইতে পারে.
আরও উপায় আছে.আমাদের দেশে সাতারের জায়গার যে অভাব মানে নদী গুলার যে অবস্থা সেখানে সাতারুরা সাতার কাটলে জ্রর না হইয়া ডাইরিয়া হয়.
সেখানে এই মাঠকে ভাল বাধ দিয়া সাতারুদের জন্য বরাদ্দ দিলে অনেক সাতারুদের উপকার হবে..কি কন আপনারা.আর যেহেতু সমুদ্র কাছে আছে.সেহেতু জাহাজ ভান্গার কাজটা এখানে সারা যাবে.এটা একটা ভাল লাভ জনক ব্যবসা.হেহেহে
আরও আছে এখন আওয়ামী লীগ সরকারে সেহেতু আগামী নির্বাচনকে সামনে রেখে,সেখানে পানি জমাইয়া নৌকা গুলা সেখানে তৈয়রী কইরা রাখতে পারে.
নির্বাচনে কাজে আসবে.
আর বিএনপি এক কাজ করতে পারে ,খাল কাইটা কুমির পালতে পারে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




