
কন্টেন্ট ক্রিয়েটর Kafi-এর বাড়িতে আগুন দিয়ে যারা পুড়িয়ে দিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনুন। সে জুলাই অভুত্থানের সম্মুখ যোদ্ধা। তার উপর স্বৈরাচারের দোসরদের ক্ষোভ আছে। আর যদি নিরাপত্তার কথা বলি তাহলে বলতে হয় দেশের মানুষের নিরাপত্তা দিতে বর্তমান সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যারা এই অভ্যুত্থানে অশং গ্রহণ করেছে তাদের যদি এখনো পতিত স্বৈরাচারের দোসরদের হামলার শিকার হতে হয় এর থেকে দুঃখজনক আর কিছু নেই। তাই দ্রুত ব্যবস্থা নিন।
আর একটি বিষয় হলো গত কয়েকদিন ধরে কন্টেন্ট ক্রিয়েটর কাফির একটি অনুকাব্যের বই নিয়ে বেশ হইচই হচ্ছে। কে কবিতা লিখবে কে লিখবে না সেটার জন্য কি কারো কাছ থেকে অনুমতি নিতে হবে? বই প্রকাশের যেহেতু এমন কোনো নিষেধ শর্ত সরকার বা বাংলা একাডেমি দেয়নি যে শর্তের মধ্যে কাফি পড়ে। তাহলে কাফির বই প্রকাশ হলে সমস্যা কোথায়? যদিও বইটি আরো কয়েক বছর আগে প্রকাশিত। এ বছর আবার নতুন করে প্রকাশিত হয়েছে। আগে তো তার বই নিয়ে কথা বলেনি কেউ। তাহলে তার বই নিয়ে ঈর্ষা? না তার পপুলারিটি নিয়ে ইর্ষা? আর কাফির অনুকাব্য যার ভালো লাগবে পড়বে, যার ভালো লাগবে না সে পড়বে না। ব্যাস কথা শেষ।
কিন্তু ব্যাপারটা হলো এমন যে আমরা যারা লেখালেখি করি সেখানে হুট করে কেউ ঢুকে পড়লে যেন আমাদের জাত থাকে না। আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি! কেন রে ভাই? সে কি আমাদের লেখালেখির হুমকি? আর যদি হুমকি মনে করেন তাহলে কেন হুমকি সেটাও বুঝিয়ে বলুন। মানুষ জানুক।
যদিও আমি মনে করি যার যার লেখা সেই লিখবে। কারো লেখা কেউ লিখতে পারে না। আর এইসব হইচই প্রকৃত শিল্পির উপর কোনো প্রভাব ফেলতে পারে না। তাই যার যার মতো তাকে থাকতে দিন।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




