বিএনপি বারবার নির্বাচনের কথা বলায় অনেককে বিরক্ত হতে দেখা যাচ্ছে। তবে এই বিরক্তি মানুষের মধ্যে সন্দেহও তৈরি করছে। এবং তা করবেই। কারণ, শেখ হাসিনা সরকারের পতনের নয় মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। অথচ এটি তারা দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে করাই উচিত ছিল।
হ্যাঁ, সেই রোডম্যাপে যদি দুই বছরের একটি সময়সীমাও নির্ধারণ করা হতো, তবে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সচেতন জনগণ সেটি মেনে নিতে পারত। কিন্তু এখন পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের মধ্যে যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে, তা শুধু উদ্বেগজনকই নয়, সরকারের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলে।
ফলে এই প্রায় অকার্যকর অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। এই অবিশ্বাস ও অনিশ্চয়তা দূর করতে পারে একমাত্র একটি সুস্পষ্ট, সময়বদ্ধ এবং বাস্তবসম্মত নির্বাচনী রোডম্যাপ।
সানাউল্লাহ সাগর
২৪ মে ২০২৫ খ্রি.
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২৫ সকাল ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




