somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

(উৎসর্গঃ তোমরা যারা পাকিস্তান কর)

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ কিছু একটা মজার ঘটনা দেখলাম।

আফ্রিদিকে নিয়ে একটা লেখায় ১৯৯৭ সালে জন্ম নেয়া এক ছেলে কমেন্ট করেছে (কিশোর বলা উচিত)। এই বিশেষ কমেন্টটা বাংলিশ থেকে কনভার্ট করলাম। প্রতিদিনই এরকম কত ছাগলের বাচ্চাদের খেউর নাচ দেখি। তবে এইখানে এসে ঘটনা অন্যদিকে মোড় নিলো। কমেন্টটা এরকম-

"pakistan valo khelle cricket e support korte ki pap?? Pakistani rajnitibid der proti ghrina thakte pare, but Pakistaner onek manush valo. Hamid mir er nam sunchen?? ei pakistani loktar bapke muktijuddher bisoye sommanona diche Bangladesh. Afridi ki 1971 e Pakistan support dicilo?? apnar kothata onekta emon sunaiteche je 200 bochor englishra amader ottachar korche, tahole asun British der ghrina kori.. koi?? apni english poren na?? Englishder koi din kuttar baccha dakchen??"

বাংলানুবাদ করলে দাঁড়ায়-

১) ভালো খেললে সাপোর্ট করতে কি পাপ ?
২) হামিদ মীরের নাম শুনেছি কি না ? (:P :P)
৩)আফ্রিদি কি ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে ছিলো ?
৪) ব্রিটিশরা ২০০ বছর আমাদের শোষণ করেছে... ইংরেজি পড়ি কেন ?
৫)ইংলিশদের কয়দিন কুত্তার বাচ্চা বলেছি ?

মজার ব্যাপার হচ্ছে ছাগুরা একটা চিন্তার সার্কেলে পাক খেতে থাকে। এ ধরনের প্রশ্নের সাথে আমরা এতটা পরিচিত যে যারা আমাদের লেখা নিয়মিত পড়েন তারা জানেন এই প্রতিটা প্রশ্নের বিস্তারিত উত্তর কোন না কোন সময় দেয়া হয়েছে। একদম ধরে ধরে প্রতিটা প্রশ্নের উত্তর দেয়া হয়েছে সবিস্তরে। এখন আমাদের কাজও সহজ; শুধু আগের লেখা কপি পেস্ট করলেই হতো।

কিন্তু অনলাইনে ঢুকে দেখি মুক্তিযোদ্ধা মুন্সী মোহাম্মদ আব্দুল হালিম স্যার আমার কমেন্ট অপশনে এসে নিজে থেকেই এই ছেলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে গেলেন। গর্বে বুকটা ভরে উঠলো। দেশ স্বাধীন করার কাজটা করে দিয়ে যাওয়ার পর আজও তারা সেই চেতনাকে সেই ভাবেই ধরে রেখেছেন। এখনো আমাদের পথ দেখাচ্ছেন। আবার খারাপও লাগলো এইসব অভাগা বেয়াদব ছেলেগুলার জন্য। এখনো এই ছেলে বেয়াদবের মত বাংলা ইংরেজি মিশিয়ে অবোধ্য ভাষায় কমেন্ট করেই চলেছে... করেই চলেছে...
এদের সামনে পাকিস্তানিরা যদি তাদের মা আর বোনকে একত্রে ধর্ষণ করে হত্যা করতো তাহলেও সম্ভবত এরা আফ্রিদির ক্রিকেট নৈপুণ্যের প্রশংসা করে চাঁদ-তারা মাখা পতাকা মাথায় বেঁধে মা-বোনের দাফনের কাজ করতো।
সেই ছেলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা মুন্সী মোহাম্মদ আব্দুল হালিমের দেয়া কমেন্ট দুটো নিচে জুড়ে দিলাম-
"ব্রিটিশরা ভাল কাজটা করে নাই, কিন্তু তারা তো আর পাকিদের মতো ধর্ষণ, গণহত্যা করে নাই! নাকি করেছে? ব্রিটিশদের হাতে দুইশবছর শাসনভার ছিল তার ত্রিশ হাজার বাংলাদেশিও বোধহয় মারেনি। আর নয় মাসে ত্রিশলক্ষ এই জানোয়ারেরা মেরেছে। ভাবা যায়। শুয়োরের জন্মে শুয়োর হয়, আফ্রিদি ঐসময় জন্ম নেয়নি ঠিক, কিন্তু ধর্ষকের সন্তান ভাল হয় কি করে? ওদের এই প্রজন্ম কি আর বাঙালীদের গালি দেবে না? ওরা তো এখনো এই চাষাভূষাদের হিন্দু, হারামী, ধর্ষিতা বলে গালি দেয়। তাহমিদ হোসেন, একাত্তরে তোর থেকে ছোট থাকতেই যুদ্ধ করেছি। তোদের মতো অসুস্থ প্রজন্মদের চিন্তাভাবনা দেখলেই বোঝা যায়,এখন একটা যুদ্ধ বাজলে প্রান বাচাতে দালালী করবি নয়তো রিফিউজি হবি। ফার্মের মুরগী তো আর পাকিদের আশীর্বাদপ্রাপ্ত তোরা। যারা ক্ষমা চায় নি এত বড় গনহত্যা করে তার ছেলে নাতিদের বিরুদ্ধাচারণ করলে এতো লাগে কেন তোর? মেছো, মালাউন, ধর্ষিতা বাঙালি বলে তোদেরকে ওদের নতুন প্রজন্ম তখন লাগে না? সত্যি কথা বল তোর বাপ দাদার কে রাজাকার ছিল? রাজাকারের ছেলে নাতিপুতিদের এসব কথা লাগে। পাইক্যাদের সন্তানদের যেমন লাগে, রাজাকারের সন্তানদেরও লাগে। গোলাম আযমের ছেলে কি মুক্তিযুদ্ধের পক্ষের প্রজন্ম হয়?"
হামিদ মীরকে চিনি কি না সেই সম্পর্কে তিনি উত্তর দিয়ে লিখেছেন-
"এত তথ্য দিয়ে যে একটা স্ট্যাটাস লিখতে পারে, তাকে মীর হামিদকে চেনে কিনা প্রশ্ন করা পিতাকে তার সন্তানের নাম জিগ্যেস করার মতো হয়ে গেল না? দুই একটা জ্ঞান সর্বত্র না ছড়ালেই ভাল। আর তাকে তুলে এনে কি প্রমান করতে চাইছো। পাঁচ কোটির পাকিস্তানীর মধ্যে দুই একটা মানবতার পক্ষে থাকাটা তুলে ধরার বিষয় না। শত শত আযম, সাঈদী, কাদের, সাকারাও তো একাত্তরের পক্ষে ছিল, তাদের পোলাপাইনও ঐদিকে আছে। পাকি ক্রিকেটাররা ভাল খেললে তাদের সাপোর্ট করার সংবিধান স্বীকৃতি তো তারাই যায়। কিন্তু বেজন্মারা জানে না একজন সাচ্চা পাকিস্তানি জীবনেও বাংলাদেশ তো দূরে থাক কোনো মুসলিম ক্রিকেট খেলা দেশ ভাল করলেও তাদের এতটুকু প্রশংসা করবে না। তারা নিজেদের জন্ম ও জাতীয়তার ব্যাপারে আপোসহীন ও সাচ্চা। বাঙ্গালী সাচ্চা হবে তা আশা করাও ভুল, কেননা দালালগুলো পোলাপাইন পয়দা করছে, আর ধর্ষণ হওয়া নারীরাও কিছু বেজন্মাদের জন্ম দিয়ে দিছে, যাদের বাপ পাকিস্তানে। মুসলমান হলেও পাক বাপদের চুষতে হবে। বাঙালী শালার বেজন্মাই রয়ে গেল।"
মন্তব্য দুটো এত স্পেসিফিক আর অসাধারণ হয়েছে যে আমার নিজের উত্তর গুলোও এতোটা টু দ্যা পয়েন্ট হতো না। তারপরেও এই অভদ্র ছেলে পাল্টা মন্তব্য করেই চলেছে। শুনলাম বীরাঙ্গনা প্রিয়ভাষিণী নাকি এয়ারপোর্টে যাবেন আমাদের মহিলা দলকে প্ল্যাকার্ড দেখাতে-
"পাকিস্তানের রক্ষিতা
পাকিস্তানে ফিরে যা..."
আসলে মুক্তিযোদ্ধারা, বীরাঙ্গনারা ঠিকই তাদের অবস্থান ধরে রেখেছেন। নষ্ট হয়েছি আমরা, পচন ধরেছে আমাদের মগজে। পাকিস্তানকে ঘৃণা করার জন্য ব্রিটেন-আফগানিস্তান-হনুলুলুর উদাহরণ টানতে হয়। সর্বনিম্ন সময়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গনহত্যা সংগঠনকারী রাষ্ট্রকে অস্বীকার করতে যুক্তি দিতে হয়। এ লজ্জা আমাদের...
মুক্তিযোদ্ধা মুন্সী মোহাম্মদ আব্দুল হালিম-এর ভাষায় বলতে হয়-
"বাঙালী শালার বেজন্মাই রয়ে গেলো..."
যেসব কারনে পাকিস্তান টীম সাপোর্ট করা বাংলাদেশীদের জন্য হারাম…
(উৎসর্গঃ তোমরা যারা পাকিস্তান কর)
## অরুন নন্দী নামের চাদপুরের এক সাতারু ১৯৭১ সালের ৮ অক্টোবর বিশ্ববিখ্যাত বাঙ্গালী সাতারু ব্রজেন দাশের তত্ত্বাবধানে কলকাতা কলেজ স্কোয়ারের পুকুরে সাতার কাটতে নামেন। তার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনসমর্থন আদায়। ৯০ ঘন্টা ৫ মিনিট সাতার কেটে তিনি বি.সি মোরের ৮৮ ঘণ্টা ৫৬ মিনিট একটানা সাতার কাটার রেকর্ড ভেঙ্গে দেন।
হ্য ভাইয়া, সেদিন থেকে নির্দিষ্ট হয়ে গেছে, বাংলাদেশী খেলোয়াররা যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যোদ্ধা তার মানে পাকিস্তানী খেলোয়াররাও পাকযোদ্ধা।
## পাকিস্তান আমলে গানস অ্যান্ড মুর ব্যাটে জয় বাংলা লেখা ও স্বাধীন বাংলার মানচিত্র আঁকা স্টিকার নিয়ে খেলতে নেমেছিলেন রকিবুল হাসান। এর ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধের শুরু থেকেই রাকিবুল হাসানের নামে পাকবাহিনী হুলিয়া জারি করেছিল।
হ্য ভাইয়া, একজন খেলোয়ারকেও তারা ছাড়েনি। আমরা কেন খেলাকে জাতীয় জীবন ও রাজনীতি থেকে আলাদা করবো?
## পাকিস্তানী সাবেক অধিনায়ক ইমরান খান বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত কাদের মোল্লার ফাসির পরে তার পক্ষে সাফাই গেয়েছেন, কাদের মোল্লাকে নির্দোষ দাবি করেছেন।
হ্য ভাইয়া, পাকিস্তানী খেলোয়ার মানেই পকবাহিনী ও রাজাকারের ভাই-ব্রাদার। তাদের পক্ষ নেয়া আর পাকবাহীনির পক্ষে নেয়া আলাদা কিছু না।
## ১৯৭১ সালের এপ্রিলের দিকে ব্রিটিশ পার্লামেন্টের সাবেক এমপি মাইকেল বার্ন পাকিস্তানের সেনাবাহিনীর বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট টিমের ব্রিটেনে আসা আটকে দেন ।
হ্য ভাইয়া, ব্রিটিশ এমপিও বুঝে গিয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচারের দায়ভার পাকি ক্রিকেটের ওপরেও বর্তায়, আমরাই শুধু বুঝিনা!
## অনেক বাঙ্গালী মেয়েই ষ্টেডিয়ামে পাকি জার্সী গায়ে দিয়ে “ম্যরী মী আফ্রিদী” লেখা প্ল্যকার্ড হাতে ঘুরে বেড়ায়, কিন্তু একটা পাকি মেয়েকেও দেখবেন না ম্যরী মী সাকিব লিখে ঘুরেছে। অথচ সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার এবং দেখতে শুনতেও অনেক বেশি স্মার্ট ও কিউট।
হ্য ভাইয়া, আপনারা জাতশত্রুর পা চেটে তার ভাই হতে পারবেন না, পোষা কুকুরের মতই গন্য হবেন।
## আমাদের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির নাম পাকিস্তান, পাকি ক্রিকেট টীমের নামের শুরুতেও পাকিস্তান শব্দটা আছে। এটাই কি পাকি টীম ঘৃনা করতে অনেক বড় ও যুক্তিসঙ্গত কারন নয়?
হ্য ভাইয়া, আমার কাছে এটাই যথেষ্ট কারন


তথ্য সহায়তা-আরিফ রহমান
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরোনো ধর্মের সমালোচনা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেই নতুন ধর্মের জন্ম

লিখেছেন মিশু মিলন, ১৬ ই মে, ২০২৪ সকাল ৭:১৫

ইসলামের নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক বছরের জন্য সমাজসেবা অধিদপ্তরের অধীনে প্রবেশনে পাঠানোর... ...বাকিটুকু পড়ুন

ডেল্টা ফ্লাইট - নিউ ইয়র্ক টু ডেট্রয়ট

লিখেছেন ঢাকার লোক, ১৬ ই মে, ২০২৪ সকাল ৮:২৬

আজই শ্রদ্ধেয় খাইরুল আহসান ভাইয়ের "নিউ ইয়র্কের পথে" পড়তে পড়তে তেমনি এক বিমান যাত্রার কথা মনে পড়লো। সে প্রায় বছর দশ বার আগের ঘটনা। নিউ ইয়র্ক থেকে ডেট্রিয়ট যাবো,... ...বাকিটুকু পড়ুন

ল অব অ্যাট্রাকশন

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৬ ই মে, ২০২৪ সকাল ৮:৪৫

জ্যাক ক্যান ফিল্ডের ঘটনা দিয়ে লেখাটা শুরু করছি। জ্যাক ক্যানফিল্ড একজন আমেরিকান লেখক ও মোটিভেশনাল স্পিকার। জীবনের প্রথম দিকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। আয় রোজগার ছিলনা। ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ছিলনা।... ...বাকিটুকু পড়ুন

চরফ্যাশন

লিখেছেন এম ডি মুসা, ১৬ ই মে, ২০২৪ সকাল ১০:৫৯



নয়নে তোমারি কিছু দেখিবার চায়,
চলে আসো ভাই এই ঠিকানায়।
ফুলে ফুলে মাঠ সবুজ শ্যামলে বন
চারদিকে নদী আর চরের জীবন।

প্রকৃতির খেলা ফসলের মেলা ভারে
মুগ্ধ হয়েই তুমি ভুলিবে না তারে,
নীল আকাশের প্রজাতি... ...বাকিটুকু পড়ুন

নতুন গঙ্গা পানি চুক্তি- কখন হবে, গ্যারান্টি ক্লজহীন চুক্তি নবায়ন হবে কিংবা তিস্তার মোট ঝুলে যাবে?

লিখেছেন এক নিরুদ্দেশ পথিক, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:২৬


১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। ফারাক্কা বাঁধ শুষ্ক মৌসুমে বাংলাদেশে খরা ও মরুকরণ তীব্র করে, বর্ষায় হঠাৎ বন্যা তৈরি করে কৃষক ও পরিবেশের মরণফাঁদ হয়ে উঠেছে। পানি বঞ্চনা এবং... ...বাকিটুকু পড়ুন

×