somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নপূরণে কার লোন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের জীবনে রয়েছে কতই না স্বপ্ন। মানুষের চলার গতি আরও বাড়িয়ে দিতে স্বপ্ন কাজ করে পরশমণির মতো। যে জীবনে স্বপ্ন নেই সে জীবন অচল। আমাদের অনেকের হাজারো স্বপ্নের মধ্যে একটি স্বপ্ন হচ্ছে ‘নিজের একটা গাড়ি থাকবে’। কিন্তু অনেকের আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় অনেক সময় তা পূরণ করা সম্ভব হয় না। ফলে স্বপ্ন থেকে যায় শুধুই দুঃস্বপ্ন। অন্যদিকে অনেকে ভাড়ায় গাড়ি চালান। সারাদিন গাড়ি চালিয়ে যা আয় হয় তার বেশির ভাগই চলে যায় মালিকের ঝুলিতে। প্রতিদিন গাড়ি ভাড়া নিয়ে চালিয়ে যে আয় হয় তা দিয়ে সংসার চালাতে হয় কোনো মতে। এমন শ্রেণীর লোকেরও রয়েছে গাড়ির স্বপ্ন। স্বপ্ন দেখেছেন ‘নিজের একটা গাড়ি হবে।’ এ গাড়ি থেকে যা আয় হবে তার সবটাই নিজের সংসারে খরচ করতে পারবেন। ভবিষ্যৎ গড়ে দিতে পারবেন নিজের প্রাণপ্রিয় ছেলেমেয়েদের। যাই হোক না কেন, যত স্বপ্নই থাকুক না কেন গাড়ি কিনতে চাই টাকা। এই টাকা জোগাড়ের দুশ্চিন্তায় ঘুম আসছে না? ধারদেনা করেও কুলিয়ে উঠতে পারছেন না? আপনার পাশে আছে ব্যাংকের কার লোন। ব্যাংক থেকে ঋণ নিয়ে কিনতে পারেন আপনার স্বপ্নের গাড়ি। যেসব ব্যাংক গাড়ির জন্য ঋণ দিয়ে থাকে তাদের খোঁজখবর

ডাচ্-বাংলা ব্যাংক

এ ব্যাংক থেকে কার লোন নিতে হলে ঋণগ্রহীতার বয়স হতে হবে ২৩ থেকে ৬৫ বছর। আর গ্রহীতার মাসিক আয় হতে হবে ন্যূনতম ২৫ হাজার থেকে ৫০ হাজার। তবেই কেবল এ ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে। ঋণের পরিমাণ ১ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। সুদের হার ১৪-১৫ শতাংশ। পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ৫ বছর। কিন্তু শর্ত হল গাড়ি তৈরি থেকে ঋণ সুবিধা নেওয়া পর্যন্ত গাড়ির বয়স ৪ বছর হতে হবে।
যোগাযোগ ফোন : +৮৮০২ ৯৬৬৬২৩৮, +৮৮০২ ৭১১৫৭৫৬, ফ্যাক্স : +৮৮০-২-৯৫৬১৮৮৯, ই-মেইল : dbdl-bdmail.net



স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
যে কোনো গাড়ি কিনতেই এ ব্যাংকটি ঋণ দিয়ে থাকে। হোক তা ব্র্যান্ড নিউ, রি-কন্ডিশন অথবা সেকেন্ডহ্যান্ড। তবে ঋণের মেয়াদ শেষে গাড়ির বয়স কমপক্ষে ৮ থেকে ১০ বছর হতে হবে। এ ব্যাংকের ঋণের পরিমাণ সর্বোচ্চ ২০ লাখ টাকা। এ ছাড়াও ঋণের পরিমাণ নির্ধারণ হতে পারে গাড়ির মূল্যের ৮৫%। সুদের পরিমাণ ১৫%। আর ঋণের মেয়াদ সর্বোচ্চ ৬ বছর। পরিশোধ করতে হবে মাসিক সমান কিস্তিতে। রয়েছে কিছু শর্ত। ঋণগ্রহীতার বয়স সর্বনিু ২৩ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে। অন্যদিকে গ্রহীতার মাসিক আয় হতে হবে চাকরিজীবী ও ব্যবসায়ীদের ক্ষেত্রে ৩০ হাজার থেকে ৩২ হাজার টাকা।
যোগাযোগ : +৮৮০২ ৮৯৫৭২৭২, +৮৮০২ ৮৩৩২২৭২



প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক থেকে কারলোন ঋণগ্রহীতার বয়স হতে হবে ২৩ থেকে ৬৫ বছর। গ্রহীতার মাসিক আয় সর্বনিু ৩০ হাজার থেকে ৭০ হাজার টাকা হতে হবে। ঋণের পরিমাণ সর্বোচ্চ ২০ লাখ, যা গাড়ির মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ। ঋণ গ্রহণের সময় দিতে ২০% ডাউন পেমেন্ট। পরিশোধের সময়সীমা ৫ বছর। সুদের হার ১৫ শতাংশ। যোগাযোগ : +৮৮০২ ৯৫৬৭২৬৫ (এক্স. ৩৭৫), +৮৮ ০১৭৩০৩২৬৮০৪



এইচএসবিসি

গাড়ির ধরনের ক্ষেত্রে এ ব্যাংকের ঋণের পরিমাণেও রয়েছে কিছুটা ভিন্নতা। ঋণের পরিমাণ ব্র্যান্ডনিউর ক্ষেত্রে গাড়ির মূল্যের ৭৫%। আর রিকন্ডিশনের ক্ষেত্রে ৭০%পর্যন্ত। টাকার অঙ্কে সর্বোচ্চ ১০ লাখ। সুদের হার ১৬ শতাংশ। গ্রহীতার বয়স হতে হবে ২৫ বছর থেকে ৬৫ বছর পর্যন্ত এবং মাসিক আয় ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা হতে হবে। পরিশোধ করতে হবে মাসিক সমান কিস্তিতে। ঋণের মেয়াদ পাওয়া যাবে ৫ বছর।
যোগাযোগ : +৮৮ ০১১৯৯৮৮ LOAN (৫৬২৬), ০১১৯৯৮৮৪৭২২ HSBC , ই-মেইল : contact-hsbc.com.



ইস্টার্ন ব্যাংক

কারলোন হিসেবে ইস্টার্ন ব্যাংক দুই ক্যাটাগরিতে ঋণ সুবিধা দিয়ে থাকে। গাড়ি ব্র্যান্ডনিউ হলে ঋণ পাওয়া যাবে ১০০%। আর রিকন্ডিশনের ক্ষেত্রে ৭০ থেকে ৭৫% পর্যন্ত পাওয়া যাবে। যার পরিমাণ ৩ লাখ ৫০ হাজার থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। সুদের হার ১৫ শতাংশ। ঋণ পরিশোধের সময়সীমা ৫ বছর বা ৬০ মাস। কিছু বিজনেস এক্সপেরিমেন্টের শর্ত রয়েছে। ঋণগ্রহীতার কমপক্ষে ২ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। আর গ্রহীতার বয়স ২২ থেকে ৬০ বছর হতে হবে। মাসিক আয় সর্বনিু ধার্য করা হয়েছে ৩০ হাজার টাকা।
যোগাযোগ : ফোন : +৮৮০২ ৯৫৫৬৩৬০, ৯৫৫৮৩৯২, ফ্যাক্স : +৮৮০২ ৯৫৫৮৩৯২, ই-মেইল : info-ebl-bd.com



আইডিএলসি

আইডিএলসির শাখা কেবল ঢাকা ও চট্টগ্রামেই আছে। ঋণের পরিমাণ গাড়ির মূল্যের ৭০ শতাংশ। টাকার অঙ্কে ঋণের পরিমাণ ২ লাখ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত। পরিশোধের মেয়াদ হবে ৫ বছর বা ৬০ মাস। সুদের হার ১৪.৫ শতাংশ। অন্যান্য ব্যাংকের মতোও রয়েছে কিছু শর্ত। ঋণগ্রহীতার আয় সর্বনিু ২৫ হাজার টাকা হতে হবে। আর বয়স হতে হবে ২২ বছর থেকে ৬০ বছর পর্যন্ত।
যোগাযোগ : +৮৮০২ ৮৮৩৪৯৯০, ৮৮৩৪৩৭৭, ই-মেইল : mailbox-idlc.com



ঢাকা ব্যাংক

এ ব্যাংকের কারলোনের আওতায় ঋণের পরিমাণ গাড়ির মূল্যের ৭৫ শতাংশ। টাকার অঙ্কে যার পরিমাণ ২ লাখ থেকে ২০ লাখ টাকা। ঋণের জন্য সুদের হার নির্ধারণ করা হয়েছে ১৬ শতাংশ। এছাড়াও লাগবে প্রসেসিং ফি, যার পরিমাণ ধরা হয়েছে ১%। অন্য শর্তগুলো হচ্ছে ঋণগ্রহীতার বয়স হতে হবে ২১ বছর থেকে ৫৭ বছরের মধ্যে। আর গ্রহীতার মাসিক আয়সীমা দেওয়া হয়েছে ৩০ হাজার টাকা। সমান মাসিক কিস্তিতে ঋণের টাকা পরিশোধ করতে হবে। সময় পাওয়া যাবে সর্বোচ্চ ৫ বছর বা ৬০ মাস।
যে কোনো ব্যাংক থেকেই কারলোন সুবিধা নিন না কেন, প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই ঠিক রাখতে হবে। জাতীয় পরিচয়পত্র, ব্যাংক স্টেটমেন্ট, চাকরিজীবী হলে স্যালারি স্টেটমেন্ট, আইডি কার্ড অথবা ভিজিটিং কার্ড, ব্যবসায়ী হলে প্রতিষ্ঠানের মেমোরেন্ডাম, ট্রেড লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্সসহ কাগজপত্র লাগবে।
প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ব্যাংকে যান এবং নির্দিষ্ট শর্তে কারলোন সুবিধা গ্রহণ করুন।
যোগাযোগ : +৮৮ ০১৯২২১৯১০৫০, +৮৮ ০১৯২২১০১০৫১
ই-মেইল : retailbanking-dhakabank.com.bd
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৎ মানুষ দেশে নেই,ব্লগে আছে তো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮








আশেপাশে সৎ মানুষ কেমন দেখা যায়? উনারা তো নাকি একা থাকে, সময় সুযোগে সৃষ্টিকর্তা নিজের কাছে তুলে নেয় যা আমাদের ডেফিনিশনে তাড়াতাড়ি চলে যাওয়া বলে। আপনি জীবনে যতগুলো বসন্ত... ...বাকিটুকু পড়ুন

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

×