
ছবি @ নেট (গোমতী নদী)
আকাশ পানে হাত বাড়ালাম-
মুঠোয় আমার কিছু নীল, আর হৃদয়ের মাঝে
উদারতা নিয়ে ফিরে এলাম;
বাতাসের কাছে কিছু সু-ঘ্রাণ চেয়েছিলাম-
ভোরের শেফালির কাছে প্রাণ ভরে তা' পেলাম!
আর নদীর কাছে চেয়েছি তৃষ্ণার্ত হৃদয়ে এক আজলা জল-
এঁকে বেঁকে ধেয়ে চলা নানা ঢংয়ে টেউয়ের মাতন তুলে
মিটিয়ে দিল সুপেয় জল আমার তীব্র আকাঙ্খা;
-- আর তোমার কাছে চেয়েছিলাম
এক সমুদ্র ভালোবাসা
দেবে কি?
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




