পাঠক কয়েক দিন ধরে খেয়াল করবেন যে, সব প্রাইভেট টিভি চ্যানেল গুলোতে প্রায়ই একই সময়ে বিটিভি সংবাদ দেখানো হয়। তার প্রধান কারনটি পাঠকদের মনে হয় অজানা।
আমরা শহরের শতকরা কতজন বিটিভির অনুষ্ঠান দেখি? সবাই একসুরে বলবেন,২% - ৩% লোক ভুলে হয়তো অনিচ্ছাকৃতভাবে রিমোট কন্ট্রোলে চাপ দিয়ে দেয়। বোধগম্য ব্যক্তিরা বিটিভির অনুষ্ঠানমালা দেখেন না। আর যদি বলি, বিটিভি এর সংবাদ কয়জন দেখি? এটার উত্তরটা আমরা নাই জানলাম।
নগরীর ছোট-বড়-বৃদ্ধ সবারই মোটামুটি বাংলাদেশী প্রাইভেট চ্যানেলগুলোই পছন্দ। মনে করুন, আপনি জনপ্রিয় একটি বাংলাদেশী প্রাইভেট চ্যানেলে
একটি অনুষ্ঠান দেখছেন। হঠাৎ প্রাইভেট চ্যানেলেটিতে বিটিভি এর সংবাদ শুরু। আপনি নিশ্চিত আরেকটি জনপ্রিয় বাংলাদেশী প্রাইভেট চ্যানেলে ঢুকবেন। সেখানেও কতক্ষন পর বিটিভির সংবাদ শুরু হয়ে গেল। আপনি বাধ্য হয়ে ভারতীয় চ্যানেলে ঢুকবেন। এভাবে এক সময় আমরা বাংলাদেশের পুরূষরাও ভারতীয় টিভি চ্যানেলের "লয়্যাল কাস্টমার"(বাংলায় যাকে বলে বান্দা কাস্টমার) এ পরিণত হব। এতে করে ভারতের তিনটি উপকার হবে। এক, ভারতীয় চ্যানেলগুলো আর্থিকভাবে লাভবান হবে বিজ্ঞাপনের মাধ্যমে। দুই, ভারতীয় পণ্যের প্রতি আমরা আসক্তি হব, এতে করে ভারতীয় পন্যের বাজার বাংলাদেশে প্রবেশ করবে। সবশেষে, ভারতীয় নোংরা কালচার মাধ্যমে আমাদের বাংলাদেশী কালচার নষ্ট করতে পারবে। ইতিমধ্যে দেখবেন, আমাদের দেশীয় নাটকে তার ছোয়া পাওয়া যায়। যদি বলেন কেন? একটাই উত্তরঃ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য।
খেয়াল করে দেখবেন, আমাদের মা-বোনরা অলরেডী স্টার প্লাসের সিরিয়ালের চরম ভক্ত। আমার এক বান্ধবী তো সেদিন বলেই ফেল্লো, স্টার প্লাসের কোন এক সিরিয়ালের এপিসোড মিস করে নাকি তার সারা রাত সে ঘুমায়নি। তার একটাই কারন, আমাদের দেশীয় চ্যানেলগুলো আমাদের দেশের মেয়েদের ডিমান্ড ও নীড টা বুঝতে পারে নাই।
কিন্তু, এখন আমরা ছেলেরা অনেকেই ভারতীয় চ্যানেল এ আসক্ত। তার একটাই কারন - বাংলাদেশে সব প্রাইভেট টিভি চ্যানেল গুলোতে প্রায়ই একই সময়ে বিটিভি সংবাদ দেখানো হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


