ইসলাম মানে আত্মসমর্পণ।
কার কাছে?
আল্লাহর কাছে। কিভাবে সেটা হবে?
আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাল্লাম যেভাবে বলেছেন, দেখিয়েছেন সেভাবে।
তাহলে অনেকের ইসলাম নিয়ে এত সমস্যা কেন?
কারণ হতে পারেঃ
- ইসলাম থাকলে নারীলিপ্সুরা নারী নিয়ে নাড়াচাড়া করতে পারবে না
- সুদ, ঘুষ, দুর্নীতি থাকবে না
- বাজে কাজে সময় দেয়া যাবে না
- ভবঘুরে হওয়া যাবে না
- শরীয় নিয়ম মানতে হবে
- দায়িত্ব নিতে হবে, দায়িত্ব অস্বীকার করা যাবে না নানা থিউরির কথা বলে
- মাপে কম দেয়া যাবে না
- অবৈধ প্রেম থাকবে না
- যাস্ট ফ্রেন্ড, নাইট হ্যাং আউট থাকবে না
- পরকীয়া থাকবে না, কারণ এটা করলেই রজম করা হবে
- নাটক, সিনেমা এখন যা দেখি থাকবে না। (এগুলা আসলেই কারও কোন কাজে আসে না; সময়, অর্থ অপচয় - তিন ঘন্টা মুভি না দেখে তিন ঘন্টা একটা স্কিল শিখলে কাজে আসে, নিজের ও দেশের উপকার ও আয় উন্নতি হয়)
- সামাজিক, মানসিক অবস্থা ভাল থাকবে
- পরিবারে শান্তি থাকবে
- কাবিন ব্যবসায়ীরা থাকবে না
- ভূয়া যৌতুক, নারী নির্যাতন মামলা থাকবে না
- বিউটি পণ্য বিক্রি অনেক কমে যাবে
- "সুন্দরী" প্রতিযোগিতা থাকবে না
- আপনার সংসারে অযথা নাক গলানোর লোক কমে যাবে, কারণ তার নিজেরও অনেক দায়িত্ব থাকবে তখন
এখন চিন্তা করেন, এসব না থাকলে কি ভাল লাগে?
এজন্যই ইসলামকে অনেকে দেখতে পারে না। খুঁজে খুঁজে অবান্তর, উদ্ভট কিছু নিয়ে আসে!
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




