Bonjour, monsieur!
পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে। তবে প্রধানতম ভাষাগুলোর মধ্যে ফরাসী ভাষা নানা কারণেই গুরুত্বপূর্ণ। ইংরেজি ভাষার পরেই পৃথিবীতে দ্বিতীয় আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত ভাষা হচ্ছে ফরাসি ভাষা।
৭৬.৮ মিলিয়ন যাদের মাতৃ ভাষা ফরাসী (নেটিভ স্পিকার ) সহ পৃথিবীতে মোট ২৭৪ মিলিয়ন লোক ফরাসী ভাষায় কথা বলে। বর্তমানে পৃথিবীর ২৯ টি দেশের দাপ্তরিক সরকারি ভাষা হচ্ছে ফরাসি। এছাড়া ফ্রান্স কর্তৃক নিয়ন্ত্রিত আরো ১১ টি অঞ্চলের সরকারী ভাষা হচ্ছে ফরাসি ভাষা।
যে দেশগুলির সরকারি ভাষা হচ্ছে ফরাসি বর্ণানুক্রমিকভাবে এই ২৯টি দেশ হল- বেলজিয়াম, বেনিন, বুরকিনা ফাসো, বুরুন্ডি, ক্যামেরুন, কানাডা, চাদ, আইভরি কোস্ট, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, জিবুতি, নিরক্ষীয় গিনি, ফ্রান্স, হাইতি, লুক্সেমবার্গ, মাদাগাস্কার, মালি, মোনাকো, নাইজার, রুয়ান্ডা, সেনেগাল, সেশেলস, সুইজারল্যান্ড, টোগো এবং ভানুয়াতু।
যদি সম্ভব হয় তাহলে আমরা একটু ফরাসী ভাষা চর্চা করতে পারি। যারা ইউরোপ, আফ্রিকায় যাবেন তারা এটা শিখে নিলে তাদের খুব কাজে লাগতে পারে। সবাই অনেক অনেক ভালো থাকুন।
ফরাসী ভাষা অনেক সুন্দর একটি ভাষা। বলা হয়ে থাকে যে এটি হচ্ছে- অনেক মধুর ও রোমান্টিক একটি ভাষা।
Merci beaucoup
অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


