
চাচাজী সনেট কবি ( মহাজাগতিক চিন্তাভাবনা) - এর পোস্টের মন্তব্য থেকে আনীত।
এন্টি আওয়ামী লীগ কথাটি শুনতে অনেকটাই শত্রুতার মত কিছু একটা বোঝা যায়।
কিন্তু সংসদীয় গণতন্ত্রে বিরোধিতা মানে এই ধরনের শত্রুতামূলক কিছু নয়।
সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলকে ও জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে আসতে হবে। স্বঘোষিত বিরোধীদল হয়ে রাস্তায় ভাঙচুর করলে হবে না।
নির্বাচিত বিরোধী দলের কাজ হবে গঠনমূলক সমালোচনা করা, তারা প্রয়োজনে জনগণের স্বার্থ রক্ষার জন্য সংসদকে উত্তপ্ত করে ফেলবেন, ওয়াক আউট করবেন, হইচই করবেন , ফাইল ছুড়াছুড়ি করবেন , চিৎকার চেঁচামেচি করবেন।
সবই করবেন জনগণের স্বার্থে।
সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল মানেই হচ্ছে বিকল্প সরকার । কোন কারণে সরকার সংসদে আস্থা হারালে বিরোধী দল সরকার গঠন করবেন।
এছাড়া ক্ষমতাসীন সরকারের গঠনমূলক সমালোচনা করা ও সরকারকে চাপে রাখার জন্য বিরোধী দল একটি ছায়া কেবিনেট গঠন করবে।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


