মেট্রো রেলে চড়ে গতকাল (২২ জানুয়ারি ২০২৪, সোমবার) পরিবেশ অধিদপ্তর পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবিঃ পিআইডি।
ছবিটি দেখে খুবই ভালো লাগলো ।
এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ।

ছবিটি দেখে খুবই ভালো লাগলো । ভালো লাগলো এই কারণে উনার আচরণ দেখে। কত সুন্দর । সাধারণ এক জন যাত্রীর মতো উনিও দাঁড়িয়ে যাচ্ছেন। এটা যদি আরো অনেক মানুষ অনুসরণ করেন তাহলে আগামী দিনগুলোতে যে দৃশ্য মানুষ দেখতে পাবে তা কতই না মনোহর।
মেট্ররেলে আসন বিন্যাস এমনই। বসে যাবার চেয়ে দাঁড়িয়ে যাবার স্থানই বেশী রাখা হয়। কারণ এই জাতীয় ট্রেন তো আর দীর্ঘ জার্নির পথে ব্যবহার করা হয় না। স্বল্প দূরত্বে। ১৫ মিনিট বা ২৫ মিনিট পর পর ট্রেন আসে। এবং দ্রুতই গন্তব্যে যাওয়া যায়।
প্রেসক্লাবের সামনে মেট্ররেলের যে স্টেশনটি আছে সেটার নাম বাংলাদেশ সচিবালয় স্টেশন। সচিবালয়ে যারা কাজ করেন বা যারা বিভিন্ন প্রয়োজনে এই অঞ্চলে আসবেন তারা উত্তরা বা মীরপুর থেকে খুব দ্রুত এখানে চলে আসতে পারবেন।
আমার এক পরিচিত লোক উত্তরা থেকে আসার সময় যে পরিচিত পরিবহনে যাতায়াত করতেন এক দিন সেটা মিস করে বসেন।
তিনি তখন উবার, সিএনজি কিংবা মটর সাইকেলের কথা চিন্তা করেন। উবারে বুক করলে গাড়ী পেতেই ৩০ মিনিট লেগে যাবে। এর সাথে যাতায়াতের জন্য আরো ২ ঘন্টা সময় তো আছেই।
এরপর আছে পাঠাও মটর সাইকেল। এটাতে ঝুকি আছে। এটা খুবই অনিরাপদ বাহন। খরচও বেশী। সিএনজি ও তো বেশী ভালো সার্ভিস দেয় না।
উনি মেট্রর টিকিট কেটে চলে এলেন।
উত্তরা দিয়াবাড়ি থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশনে আসতে উনার সময় লেগেছে মাত্র ২২ মিনিট। আর উনার খরচ হয়েছে ১০০ টাকা।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


