
ভদ্রলোকটির সাথে কাকতালীয়ভাবে আমার পরিচয়। জানালেন, তিনি বাংলাদেশে পড়াশোনা করতেন। ১৯৭০ সালে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। আমি উনাকে জানালাম , আমি নিজেও ওই বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট। ভদ্রলোকটি ১৯৭০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে পড়াশোনা করতেন ।
উনার নাম Dr V Raghavan । বর্তমানে উনি বড় বড় কোম্পানিতে কনসালটেন্ট হিসেবে কাজ করেন।
বাংলাদেশেও একটি বড় কোম্পানিতে পরামর্শক হিসেবে কাজ করেন। সেই সুবাদে এই সপ্তাহে তিনি বাংলাদেশ ভ্রমণ করছেন। ৭ই মে থেকে ১২ ই মে পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন। বাংলাদেশের প্রতি তার রয়েছে অপরিসীম টান। তিনি এখনো মনে করতে পারেন উনিশশত একাত্তর সালের বাংলাদেশের দুর্বার গণআন্দোলনের কথা। আমার সাথে কথা প্রসঙ্গে তিনি সেই সময়কার দুই একটা শ্লোগানও বললেন।
আমি তাকে কথা প্রসঙ্গে বললাম, আপনি কি জানেন, ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পড়াশোনা করতেন? উনি জানালেন তিনি এটি জানেন। তিনি আমাকে আরো একটি অজানা তথ্য দিলেন। বাংলাদেশের ঢাকা মেডিক্যাল কলেজে পড়তেন এমন একজন মালয়েশিয়ান মালয়েশিয়ার একটি প্রদেশের মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন।
৭ মে থেকে ১২ মে পর্যন্ত ঢাকার বুকে কোথাও কোন মার্কেটে আপনারা ডক্টর রাঘাভানকে দেখতেও পারেন। যদি কারো সাথে উনার দেখা হয় উনাকে আমার সালাম বলবেন। উনার মুখে ভাঙ্গা ভাঙ্গা বাংলা শুনতে খুবই ভালো লাগে। এত মজা করে কথা বলেন যে কারোই ভালো লাগবে।
ডক্টর রাঘাভান, বাংলাদেশে আপনার সময়গুলো ভালো কাটুক। আনন্দময় হোক আপনার ভ্রমণ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
।
----------------------------------------------------------------------------------------------------------------------------------
আজ অজানা কোন এক কারণে ডক্টর রাঘাবান-কে মনে পড়ছিল ।
তাই পুরাতন লেখাটি আবারও পোস্ট করলাম।
----------------------------------------------------------------------------------------------------------------------------------
রচনাকালঃ ৮ মে ২০১৯
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


