
আমি কোন ফলবান মহীরূহ নই ।
গভীর অন্ধকার—তপ্ত মাটির গহ্বর ছিঁড়ে খুঁড়ে
আলোর উদ্দেশ্যে ক্রমাগত বেড়ে যাওয়া
আমার অনিবার্য যাত্রা নয়।
শক্ত শিকড়ের উত্তরাধিকারী গর্বে
আকাশের দিগন্তে আমি ছড়াই না
আমার অনাগত ভবিষ্যতের স্বপ্ন ফুলে-ফলে।
আমার বাকলের ভাঁজে ভাঁজে স্মৃতি চিহ্নে
জমা করে রাখিনা শতাব্দীর ইতিহাস
আমি আদতে শিকড় চিনিনি কোনদিন
এমনকি তার প্রয়োজনীতাও বাহুল্য ।
আমি মূলত একগুচ্ছ কচুরিপানা কিংবা শৈবাল
প্রবাহিত স্রোতে সমূল ভেসে চলি
অথবা নিস্তরঙ্গ কোন জলাশয়ের নিবিড়তায়
আমার জীবন প্রবাহ নির্মাণ ও ধ্বংস হয়,
আমি দুলি, দুলে দুলে চলি, উদ্দেশ্যহীন ভাসানে।
আমার আদি ও অস্ত এতটাই হ্রস্ব ও দৃশ্যমান
যে অনুসন্ধান অনাবশ্যক।
আমার কোন অতীত নেই,
আমার কোন ভবিষ্যৎ নেই
আমার কেবল একরত্তি ঘটমান বর্তমান আছে
এবং এই ঘটমানতা এতটাই বিভ্রমময়
যে কখনও কখনও চোখ মেলে তাকাতেও
প্রবলতম অনীহা আমাকে জাপটে ধরে রাখে ।
॥॥____॥॥॥____॥॥
“© 2025 S. All rights reserved.”
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


