somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

আমার পরিসংখ্যান

সেজুতি_শিপু
quote icon
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বাতিঘর

লিখেছেন সেজুতি_শিপু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১২



বিচ্ছিন্ন সমুদ্রের উত্তুঙ্গ ঢেউয়ে
আমি ভেসে যাচ্ছিলাম ক্রমাগত দূরে
দ্বিপ্রহরের জ্বলন্ত বালুকাবেলা চিনিনি আমি,
যেমন চিনিনি উন্মাতাল হাওয়ায় ভেসে যাওয়া
মৃত স্বপ্নের উদগ্রীব লাল নীল রং ।
এদিকে মদিরতম আলোর বৃত্তে
যারা পরস্পরকে আশ্লেষে জড়িয়ে
তুমুল জীবন যাপন করে গেছে
যেন কোনদিন ক্লান্তি এসে দাঁড়াবে না দরজায়,
সহাস‍্যে জমিয়ে তুলেছে স্বল্পায়ু গল্পকথার আসর
তাদেরকেও জানিনি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪১ বার পঠিত     like!

আত্মপরিচয়

লিখেছেন সেজুতি_শিপু, ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩৩


আমি কোন ফলবান মহীরূহ নই ।
গভীর অন্ধকার—তপ্ত মাটির গহ্বর ছিঁড়ে খুঁড়ে
আলোর উদ্দেশ্যে ক্রমাগত বেড়ে যাওয়া
আমার অনিবার্য যাত্রা নয়।
শক্ত শিকড়ের উত্তরাধিকারী গর্বে
আকাশের দিগন্তে আমি ছড়াই না
আমার অনাগত ভবিষ্যতের স্বপ্ন ফুলে-ফলে।

আমার বাকলের ভাঁজে ভাঁজে স্মৃতি চিহ্নে
জমা করে রাখিনা শতাব্দীর ইতিহাস
আমি আদতে শিকড় চিনিনি কোনদিন
এমনকি তার প্রয়োজনীতাও বাহুল্য ।

আমি মূলত... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!

অসমাপ্ত অপেক্ষা

লিখেছেন সেজুতি_শিপু, ২২ শে জুলাই, ২০২৫ সকাল ১০:২০



তানভীর তখন আরেকটু ছোট ছিল,
অদম‍্য কৌতুহলী, আংকেল বেড়াতে এলে
তার অসাবধানে রাখা গ‍্যাস লাইটারটা আড়ালে নিয়ে
একটু জ্বেলে দেখতে চেয়েছিল- আর তাতেই
তার ছোট্ট হাতের নরম আঙুলের অগ্রভাগে
বুদ্বুদের মত ফোসকা পড়ে গেলে - তার সে কী কান্না!
আব্বু- আম্মু বরফ চেপে, ওষুধ লাগিয়ে -
যখন প্রায় সেরে গেছে তখনও কেউ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন সেজুতি_শিপু, ৩০ শে জুন, ২০২৫ বিকাল ৩:৪২




তুমি তখন কি কর?
আমি তখন চোখ রাখি বাতাসের স্রোতে,
শূন‍্যে ঝরে যাওয়া পাতায়,
গ্রীলের প্রান্তে ক্রম পুন্জিভূত শিশির কণা
পূর্ণ হীরক বিন্দু নির্মান শেষে
টুপ করে ঝরে পড়ে- দেখি।

আমি তখন পাখিদের ওড়া উড়ি দেখি
ঠিক কতক্ষন ডানা ঝাপটানোর কসরত শেষে
কতক্ষন অনায়াস ভেসে যাওয়া যায়।

আমি তখন মাকড়সার... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

শিকড়ের পথে

লিখেছেন সেজুতি_শিপু, ১৮ ই জুন, ২০২৫ রাত ১০:১৫



ধূলিমাখা এই আঁকাবাঁকা পথে ফের-
বাতাসে ভাসছে পূর্বপুরুষের ঘ্রাণ ,
জৈব ফসিল মাটিতে গড়া এ পথই
দূরযাত্রার রথ এনেছিল দ্বারে
ভেন্না পাতার নুপুরে বাজছে স্মৃতি ।
একটি উঠোন, কাঠমালতির পাশেই ডালিমগাছ,
এক্কা দোক্কা ছক কেটে চলে দুরন্ত শৈশব।
দূর থেকে ডাকে স্বাগত বৃক্ষ জোড়া
“তুই তবে এলি, এতদিন পরে, মা!
যে দেশেতে যাস , সেটি কি পাথরে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

মেঘলা দিনের আলোয়

লিখেছেন সেজুতি_শিপু, ০২ রা জুন, ২০২৫ সকাল ১০:৫৬


আকাশের মুখ গভীর কোন বেদনার ভারে
নত হতে হতে ছুঁয়ে দিতে চাইছে মাটি।
সে কি ভাবছে মাটিতে কোন উপশম আছে?
আছে কি? মানুষের রাজ্যে
কোথাও কি উপশমের প্রলেপ জমে?
মাটিও ভারাক্রান্ত হলে কার কাছে
যেতে চায় এক রত্তি নিরাময় প্রত্যাশায়?

টিপ টিপ বৃষ্টি ঝরছে।
আমাদের বেঁচে থাকার মত তীব্রতাহীন।
একঘেয়ে, ম্লান,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৩ বার পঠিত     like!

চোখ যে মনের কথা বলে

লিখেছেন সেজুতি_শিপু, ২৯ শে মে, ২০২৫ বিকাল ৫:৩৭


বিন্দু বিন্দু বৃষ্টি বিন্দু বিচ্ছিন্ন



আমি একজন দর্শক। দেখি। দেখছি।
দেখতে দেখতে চলেছি
এই যে আজ সকালে নৈমিত্তিক যাত্রায়
দেখছিলাম ,নিবিড় মেঘের আড়ালে ক্রন্দসী আকাশ।
পথ পেরোতে পেরোতে লক্ষ‍্য করলাম-
একটি বৃষ্টি বিন্দু বিচ্ছিন্ন, একা দাঁড়িয়ে থাকে।
প্রবল পৃষ্ঠটানে টলমল। গড়াতে চায় -
এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা
অন‍্য বিন্দুগুলিকে খোঁজে,
খোঁজ পেলেই হাত বাড়িয়ে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

ছবির মত দিন

লিখেছেন সেজুতি_শিপু, ০৮ ই মে, ২০২৫ সকাল ১১:৫৫

আমি ফটোগ্রাফার নই। শখের বশে মোবাইলে কিছু ছবি তুলি


সুন্দরবন


সুন্দরবন




রাশি রাশি ভারা ভারা ধান কাটা হোলো সারা




ওয়াচ টাওয়ারের উপর থেকে নৌকোগুলি -রাতারগুল


বিছানাকন্দি, কী যে আপরূপ! বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

বিষ্ময়নগর

লিখেছেন সেজুতি_শিপু, ২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:৩৬




আমার যাত্রা ছিল বিষ্ময়লোকের মহাসড়ক ধরে -
এপাশে ওপাশে, পায়ের তলে, করতল ও
উদ্ধত আকাশের বুকে যাকিছু ছিল
বিষ্ময়াভূত চোখে কেবল গিলেছি!
আর কত কি যে ছিল সেখানে ,
এই ধর, বীজতলার স্বচ্ছ ডগায় হীরের বিন্দুটি
থেকে শুরু করে জ‍্যোৎস্না প্লাবনে নৃত‍্যরত সাপ,
শৈলদহের ঢেউ থেকে শুরু করে রেলগাড়ির ঝিক ঝিক,
বৃষ্টিপ্রবাহে বুদবুদ থেকে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

সীমাবদ্ধতা

লিখেছেন সেজুতি_শিপু, ৩১ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৩৮



অন্তরীপের সীমানা পেরিয়ে -হেঁটে চলে গেলে তুমি।
আমি তো ভেবেছি আমার দিকেই
ফিরে আসছিলে ক্রমেই।

স্থানুবৎ হয়ে দাঁড়িয়ে ছিলাম -অনাদিকালের বাঁকে।
অপেক্ষা ঢেউ উত্তাল ছিল-টেরই পাইনি
ফিরে গেলে কোন ফাঁকে ।

পিছেও ডাকিনি আকুলতা নিয়ে-ডেকেই বা কি হত?
শব্দরাশির ক্ষমতা কি আছে মুছে দিতে
পারে অজ্ঞাত যত ক্ষত?
===॥॥=== বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

অপ্রাকৃতিক

লিখেছেন সেজুতি_শিপু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১২



অযুত নিযুত দিবা রাত্রি ফুল ফোটাবার
অক্লান্ত শ্রমে নিযুক্ত থাকতে থাকতে
আজ মনে হচ্ছে, এইসব ফুল টুল ফুটে ওঠা
নিতান্তই প্রাকৃতিক প্রবাহ-এর সাথে
মানুষের কোন সম্বন্ধ থাকতে নেই।
প্রজাপতি কিংবা মৌমাছির ডানায় রৌদ্রের সাঁতার,
সুঘ্রাণ বয়ে নিয়ে ছুটে যাওয়া মাতাল বাতাস ,
আঙিনায় লুটিয়ে পড়া চাঁদ-
লাল- নীল- রঙীন উচ্ছ্বাস-
মানুষের এসবে কোন প্রয়োজন... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

ক্লান্তি নামছে

লিখেছেন সেজুতি_শিপু, ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৩
০ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

অকারন সেসময়

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে জুন, ২০২৪ বিকাল ৫:১১

একটা সময় ছিল অলীক মায়াবী পথে
অবিরল মিশে গেছি ভারহীন খরস্রোতে
অকারন কত-কী -যে করা গেছে অনায়াসে
অকারন মেতে ওঠা অনাবিল উল্লাসে ।
অকারনে হেসে ওঠা,অকারনে কান্না
অকারনে মগডালে, ধ্যুর ছাই আর না,
অকারনে বহুপথ ঝাঁকবেধে খালি পা
অকারন খুনসুটি, ঝগড়া , বিতন্ডা।
অকারন গলাগলি, অকারন শত্রুতা
বাসন্তী রোদ্দূরে মেলে রাখা ভেজা খাতা।

অকারনে বসে থাকা মুখ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

চলমান

লিখেছেন সেজুতি_শিপু, ০৭ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:০১



দিগঞ্চলে একজোড়া চোখ থমকে ছিলো যেন-
ছুটছি তখন বড্ড জোরে, কে-ই-বা দেখছিলো,
ভেবেছিলাম এক ছুটেতেই অনেকদূরের পথ-
পেরিয়ে গেলে হারিয়ে যাবে থমকে থাকা চোখ।
বুকের মধ্যে উতল হাওয়ায় প্রবল ছিলো ঝড়
কে শুনছিলো সে দুর্যোগে পাথার ভাঙা স্বর?
একলা পাহাড় অপেক্ষাতে দাঁড়িয়ে ছিল ঠায়
পাহাড় চুড়ার স্বপ্নে ডিঙি উল্টো ভেসে যায়।
... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

সময়

লিখেছেন সেজুতি_শিপু, ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৬

ছবি- ইন্টারনেট থেকে নেওয়া

এইসব ছক, ছকবাধা পথ,
ছকের রেখায় চলতে চলতে
ফুরিয়ে যাচ্ছে অরূপ জীবন-
কেমন যেন বিভ্রান্তিময়।
বিভ্রান্তিময় ভিতর বাহির,
নিপুণ গৃহ, অন্দর সাজ,
সন্ধ্যাবেলার বাতি ঘিরে
দিকভ্রান্ত যেন পতঙ্গ দল।

যেমন ইচ্ছে ভাসিয়ে নিচ্ছে
বিক্ষুব্ধ সময়
যেমন ভাসায় ঘূর্ণিপাকে
বন্যার জল-
দিনগুলি সব রাতের মত ,
হাতড়ে ফিরছি পথের রেখা
রাতের পিঠে রাতই জুড়ছে ,
অনন্ত দূর প্রার্থীত কাল?
---------------

বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২১৩৫৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ