বাতিঘর

বিচ্ছিন্ন সমুদ্রের উত্তুঙ্গ ঢেউয়ে
আমি ভেসে যাচ্ছিলাম ক্রমাগত দূরে
দ্বিপ্রহরের জ্বলন্ত বালুকাবেলা চিনিনি আমি,
যেমন চিনিনি উন্মাতাল হাওয়ায় ভেসে যাওয়া
মৃত স্বপ্নের উদগ্রীব লাল নীল রং ।
এদিকে মদিরতম আলোর বৃত্তে
যারা পরস্পরকে আশ্লেষে জড়িয়ে
তুমুল জীবন যাপন করে গেছে
যেন কোনদিন ক্লান্তি এসে দাঁড়াবে না দরজায়,
সহাস্যে জমিয়ে তুলেছে স্বল্পায়ু গল্পকথার আসর
তাদেরকেও জানিনি... বাকিটুকু পড়ুন



















