সে আসে
তবুতো সে এসেছিল, কীই বা করার ছিল বল,
যদি সে খুঁজে নিত না আসার ছল?
ছল তো সবাই খোঁজে আজ।
বাঁধভেঙে জনপদে ঢুকে পড়া স্রোতের মতন
প্রবল আবেগ সেও বিমুখ কোন প্রান্তরে
স্তিমিত স্থবির হারায় না কি পথ?
তারপর ভিন্ন কোন স্রোত এলে
আবার ভাসায় নাকি পাহাড়ের ডিঙী?
ঘুমন্ত পুস্প বুকে জেগে থাকে... বাকিটুকু পড়ুন
