একটা সময় ছিল অলীক মায়াবী পথে
অবিরল মিশে গেছি ভারহীন খরস্রোতে
অকারন কত-কী -যে করা গেছে অনায়াসে
অকারন মেতে ওঠা অনাবিল উল্লাসে ।
অকারনে হেসে ওঠা,অকারনে কান্না
অকারনে মগডালে, ধ্যুর ছাই আর না,
অকারনে বহুপথ ঝাঁকবেধে খালি পা
অকারন খুনসুটি, ঝগড়া , বিতন্ডা।
অকারন গলাগলি, অকারন শত্রুতা
বাসন্তী রোদ্দূরে মেলে রাখা ভেজা খাতা।
অকারনে বসে থাকা মুখ করে কালো
অথবা ভালোবেসে জ্বেলে দেওয়া আলো।
অকারন বিরহের কুন্ডলে ঝাঁপ দেওয়া
সকরুন চিলতেতে সবটুকু পেয়ে যাওয়া
উদ্ধত সাহসী ডানা আলোর তুফানে
অকারন গলা তুলে মিছিলে মিছিলে
অনাগত স্বপ্নরা ডেকে যেত গলা তুলে
উদ্বাহু নেচে গেছে আগু পিছু সব ভুলে।
অকারন দিনগুলি রং তুলি জীবনের
বাকীটুকু কষে যাওয়া কী হিসেব কে জানে!
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


